এনজিও কর্মীকে গলাকেটে হত্যা

এনজিও কর্মীকে গলাকেটে হত্যা

ঢাকার ধামরাইয়ে ইসমাইল হোসেন(২৪)নামে এক এনজিও কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ও গলাকেটে করে খুন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গোমগ্রাম বাজারের নিকটে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।এনজিওর সদস্যদের কাছ থেকে কিস্তির টাকা আদায় শেষে অফিসে ফেরার পথে তাকে খুন করা হয়। খুন হওয়া ওই এনজিও কর্মী যাদবপুর ইউনিয়নের আমড়াইল গ্রামের মো. আবদুল আলীমের ছেলে ও একটি এনজিওর মাঠ কর্মী বলে জানা গেছে।

এ সময় স্থানীয় জনতা রাজীব হোসেন (৩০) নামে এক খুনিকে হাতেনাতে আটক করলেও তার আরও দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। জনতার হাতে আটক ওই খুনি একই এলাকার আবদুস ছালামের ছেলে। তাকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খুন হওয়া ওই এনজিও কর্মীর উদ্ধার করেছে।  

এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে খুন হওয়া এনজিও কর্মী মো.  ইসমাইল হোসেন (২৪) বনেরচর এলাকায় এনজিওর সদস্যদের কাছ থেকে কিস্তির টাকা আদায় শেষে অফিসে ফিরছিলেন। পথিমধ্যে রাজীবসহ ৩ জন ইসমাইল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে ও উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

ধামরাই থানার পরিদর্শক দীপক চন্দ্র সাহা জানান, দুপুর দেড়টার দিকে ৩ জন মিলে এক এনজিও কর্মীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। এ সময় উপস্থিত জনতা এক খুনিকে হাতেনাতে আটক করে।  জনতার হাতে আটক ওই খুনিকে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক ওই খুনিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকী আসামিদের অতি দ্রুত গ্রেফতার করা হবে। খুনিরা পালিয়ে গিয়ে কোনোমতেই শেষ রক্ষা পাবে না।

মন্তব্যসমূহ (০)


Lost Password