এখনও মনের মধ্যে ভয় কাজ করছে: নাসির

এখনও মনের মধ্যে ভয় কাজ করছে: নাসির
MostPlay

ক্রিকেটের বাইশ গজে কিংবা মাঠের বাইরে- বরাবরই আলোচিত-সমালোচিত অলরাউন্ডার নাসির হোসেন। কয়েক বছর ধরেই জায়গা হচ্ছে না জাতীয় দলে, এর ওপর আবার এক বছর করোনার কারণে মাঠের বাইরে। চোটের কারণে আর ফিটনেসহীনতায় ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারছিলেন না নাসির। ফিটনেস না থাকায় বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে সুযোগ পাননি একসময়ের জাতীয় দলের নিয়মিত এ খেলোয়াড়।

এরই মধ্যে তার বিয়ে নিয়ে চলছে লংকাকাণ্ড। তবে বিয়ের পর আমূল পরিবর্তন ঘটল নাসিরের। হঠাৎ উতরে গেলেন ইয়ো ইয়ো টেস্টে। শুধু পাসই করেননি, ফিজিওকে চমক দেখিয়ে স্কোর গড়লেন ১৭.১।

ফিরলেন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরে। ঘরোয়া ক্রিকেটে ফিরেই ব্যাটে কারিশমা দেখাতে চান নাসির। জানালেন, প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চান। ৬ ম্যাচে সব মিলিয়ে অন্তত ৮০০ থেকে এক হাজার রান করতে চান নাসির।

এমন সব পরিকল্পনার মাঝেও ভয় কাজ করছে নাসিরের। চোট নিয়ে ভাবনা তার মাথা থেকে সরছেই না।

রবিবার মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাসির বলেন, ‘সত্যি বলতে ইনজুরি এখনও আমার মাথা থেকে পুরোপুরি যায়নি। আমি বলব না যে, এখনও একশ ভাগ ফিট আছি। মনের মধ্যে ভয় কাজ করছে এখনও। চেষ্টা করছি শতভাগ ফিট হওয়ার জন্য। আর সেটা অনুশীলন আর খেলার মাধ্যমেই ভয়টা কাটানো সম্ভব। খেলা আর জিম-রানিংয়ের মাধ্যমে পুরোপুরি শেষ হওয়া সম্ভব।’

মন্তব্যসমূহ (০)


Lost Password