প্রথমবারের মতো পিএসএলের শিরোপা ঘরে তুললো মুলতান সুলতান

প্রথমবারের মতো পিএসএলের শিরোপা ঘরে তুললো মুলতান সুলতান

পিএসএলের ষষ্ঠ আসরে এসে প্রথমবারের মতো নিজেদের ঘরে শিরোপা তুললো মুলতান সুলতান। পিএসএলের আগের পাঁচ আসরে কখনও ফাইনালেও খেলতে পারেনি মুলতান। এবার প্রথমবারের মতো ফাইনালে উঠে মুলতান আর তাতেই বাজিমাত মোহাম্মদ রিজওয়ানের দলের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পেশাওয়ার জালমিকে ৪৭ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় তারা। এই আসরের প্রথমদিকেও অবস্থা ভাল ছিলনা মুলতান সুলতানের। করোনার কারণে স্থগিত হওয়ার আগে পাকিস্তান সুপার লিগে খেলা পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিতেছিল মুলতান সুলতানস। আর সেই দল কিনা বিরতির পর শুরু হওয়া সাত ম্যাচে হেরেছে মাত্র একটিতে।

আবুধাবিতে মুলতান সুলতানস টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। শুরু থেকেই স্কোর বোর্ডে বড় রান জমা করার জন্য খেলতে থাকে মুলতান। ওপেনিং জুটিতে ভাল শুরু করেন শান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ান। আউট হওয়ায়র আগে শান মাসুদ ৩৭ ও রিজওয়ান ৩০ রান করেন। এই দুইজন আউট হওয়ার পর পেশওয়ার জালমির বোলারদের উপর আরও চড়াও হন রুশো ও শোয়েব মাকসুদ। মুলত এই দুজনের ব্যাটিং তান্ডবেই শেষদিকে ঝড়ের বেগে রান তোলে মুলতান সুলতানস। মাকসুদ ৩৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬৫ রান করেন। আর রাইলি রুশো ২১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ৪২ রান তোলেন পেশাওয়ারের কামরান আকমল(৩৬) ও হজরতুল্লাহ জাজাই(৬)। এরপর ছোটখাট ধ্বস নামে তাদের ব্যাটিং অর্ডারে। ৪২ রানে প্রথম উইকেট হারানো জালমি ৫৮ রানেই ৩ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে চতুর্থ উইকেটে লড়াই জমিয়ে তুলেছিলেন শোয়েব মালিক ও রভম্যান পাওয়েল। চতুর্থ উইকেটে তারা ৬৬ রান তোলেন। ১২৪ রানের মাথায় এই জুটি ভাঙার পর জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় পেশওয়ার জালমির। পাওয়েল ১৪ বলে ২৩ ও মালিক আউট হন ২৮ বলে ৪৮ রান করে। মুলতানের ইমরান তাহির তার করা শেষ ওভারে ৩ উইকেট তুলে নিয়ে পেশাওয়ারকে লড়াই থেকে একেবারেই ছিটকে দেন। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৫৯ রানের বেশি করতে পারেনি পেশওয়ার জালমি। মুলতানের ইমরান তাহির ৩টি, ইমরান খান ও ব্লেসিং মুজুরাবানি ২টি করে উইকেট লাভ করেন। অপরাজিত ৬৫ রানের ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরষ্কার পান শয়েব মাকসুব। ম্যাচ সেরার পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরষ্কারও লাভ করেন শোয়েব মাকসুদ।

মন্তব্যসমূহ (০)


Lost Password