হাদিস জগতের উজ্জল নক্ষত্র মাওলানা ছালিক আহমদ’র ইন্তেকাল

হাদিস জগতের উজ্জল নক্ষত্র মাওলানা ছালিক আহমদ’র ইন্তেকাল
MostPlay

প্রাচীনতম বিদ্যাপীঠ সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসা'র স্বনামধন্য উপাধ্যক্ষ পশ্চিম সিলেটের হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র শায়খুল হাদীস হযরত আল্লামা ছালিক আহমদ (৫৩) ভুরকি হুজুর’র ইন্তেকাল ফরমাইয়াছেন।

আজ বৃহস্পতিবার ২৪ জুন সকাল ৭.৩০ ঘটিকায় সিলেট নগরীর জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় মৃত্যু বরণ করেন, মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫৩ বছর। 

মাওলানা ছালিক আহমদ (৫৩) ভুরকি হুজুর সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের ভুরকি গ্রামের বাসিন্দা ও স্হানীয় সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ ছিলেন এবং ভুরকি গ্রামের মরহুম পীর আবুল লেইছ সাবের বড় ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি।

মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল বাসিত ও মরহুমের ভাতিজা মো. আহমদুল্লাহ আল মামুন।

উল্লেখ্য: গত ২২ জুন মঙ্গলবার নিউমোনিয়ায় রোগে আক্রান্ত হয়ে মাওলানা ছালিক আহমদ ভুরকি হুজুর সিলেট নগরীর রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password