রাজনগরে একদিনে মা ছেলের মৃত্যু

রাজনগরে একদিনে মা ছেলের মৃত্যু

গত ২৩ মে (রবিবার) সকালে সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস  ত্যাগ করেন সোহেল বকস্। ছেলের সেবা করতে মা দুলবান নাহার হাসপাতালে রয়ে যান। কিন্তু ছেলের মৃত্যুর শোকে রাতে মারা গেলেন মা। 


মৃত সোহেলের চাচা রিবান বকস্ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মে মাসের প্রথম দিকে করোনায় আক্রান্ত হন সোহেল। পরে তাকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় পরিবারের সদস্যদের করোনা পরিক্ষা করানো হলে চারজনের প্রজেটিভ আসে। বাকিরা সুস্থ হন। শনিবার বাকিদের রিপোর্ট নেগেটিভ আসলে ও সোহেলের অবস্থার অবনতি হয়।

রিবান বকস্ আরও জানান,হাসপাতালে ভর্তির পর সোহেল বকস্ এর শারিরীক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছিল। সব শেষ তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। 

জানা যায়, চলতি মাসের শুরুর দিকে তাদের পরিবারের সবাই করোনা আক্রান্ত হয়েছন। সবাই সুস্থ হয়ে উঠলেও ছোট ছলে হাসপাতালে রয়ে যান। তার শারিরীক অবস্থা দিন দিন অবনতির দিকে  যাওয়া  তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। 


মাত্র ১২ ঘন্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু হয়। একটি লাশ দাফন করে আসতে না আসতেই একই ঘরে আরেকজন মারা গেলেন। পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে। 


মৃত সোহেল রাজনগর উপজেলার পাঠান টুলা গ্রামের মোস্তফা বকস্এর ছোট ছেলে। তিনি রাজনগর বকস্ মটরসের স্বত্বাধিকারী। 


তাদের মৃত্যুতে রাজনগরে শোকের ছায়া নেমে এসেছে রাজনগরে সকল শ্রেনি পেশার মানুষ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের আত্নার শান্তি কামনা করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password