স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় পরিচয় পত্র হস্তান্তরের প্রক্রিয়া শুরু

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় পরিচয় পত্র হস্তান্তরের প্রক্রিয়া শুরু
MostPlay

জাতীয় পরিচয়পত্র নিয়ে টানাপড়েন চলছে গত কয়েকদিন ধরেই। নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় পরিচয় পত্র হস্তান্তরের কথা বললে নেতিবাচক মনোভাব দেখায় ইসি। এমনকি জাতীয় পরিচয় পত্র নির্বাচন কমিশনে রাখার পক্ষে ৭টি যুক্তি তুলে ধরে ইসি মন্ত্রিপরিষদেও চিঠি প্রদান করে। তবে সেই চিঠি আমলে না নিয়ে আবারও সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় মন্ত্রী পরিষদ। 

মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব জানায় ইতিমদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে জাতীয় পরিচয় পত্র স্থানান্তরের কাজ শুরু হয়ে গিয়েছে।  মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজম বলেন, গভমেন্ট তো ডাইরেকশন দিয়েই দিয়েছে। যার যার কাজ করবে এখন। সুরক্ষা সেবা তাদের কাজ করছে। স্থানান্তরের করার যে প্রক্রিয়া আছে, এগুলো করছে। 

প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে সুরক্ষা বিভাগের কার্যবিধিতে জাতীয় পরিচয় পত্র অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াও চলছে। মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজম এবিষয়ে আরো বলেন, রুলস অব বিজনেস (কার্যবিধি) শিডিউল ওয়ানে যে কাজগুলো আছে, ওইটা তো আগে ওখানে আনতে হবে। প্রশাসনিক সংক্রান্ত সচিব কমিটিতে আসতে হবে। তার আগ এটার জন্য আন্তঃমন্ত্রনালয় মিটিং লাগবে আর মাননীয় মন্ত্রীর অনুমোদনও লাগবে। 

এবিষয়ে এখন কোন আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি নির্বাচন কমিশন। ইসি সচিব বলছেন, কমিশন সভায় এনিয়ে পর্যালোচনা করা হবে। এদিকে মন্ত্রীপরিষদ জানায় দাপ্তরিক কাজ শেষ হতে সময় লাগবে একমাসের মতন, এর পরেই শুরু হবে প্রাতিষ্ঠানিক ভাবে হস্তান্তরের প্রক্রিয়া। তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছে, হস্তান্তর হতে সর্বনিম্ন সময় লাগবে ১ বছরের মতন।  

মন্তব্যসমূহ (০)


Lost Password