পিএসজিতে তিন বছরে মেসির আয় হবে ১১০০ কোটি টাকা

পিএসজিতে তিন বছরে মেসির আয় হবে ১১০০ কোটি টাকা
MostPlay

স্পোর্টস ডেস্ক : গত মাসেই বার্সেলোনার সাথে ২১ বছরের সম্পর্ক চুকিয়ে পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। মেসিকে পেতে কোন অর্থই খরচ করতে হয়নি পিসজিকে। তবে শোনা যাচ্ছিল মেসিকে চড়া বেতন দিতে যাচ্ছে ফ্রান্সের ক্লাবটি। মেসির বেতন নিয়ে ধোয়াশা থাকলেও অবশেষে তা কেটে গেছে।

পিএসজির সঙ্গে দুই বছরের আনুষ্ঠানিক চুক্তি করেছেন লিওনেল মেসি। তবে আরও এক বছর চুক্তি নবায়নের অপশন রেখেছে ফরাসি ক্লাবটি। এই তিন বছর যদি পিএসজির হয়ে খেলেন মেসি তাহলে লিগ ওয়ানের ক্লাবটিকে গুনতে হবে ১১০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১০০ কোটি টাকা। ফরাসি সংবাদমাধ্যম লে'কুইপ এমনটাই জানিয়েছে। অথচ বার্সায় মেসির চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফ্রিতেই আর্জেন্টাইন তারকাকে পেয়ে যায় পিএসজি। তার জন্য এক পয়সাও খরচ হয়নি ক্লাবটির।

তবে সামনের বছরগুলোতে বেতন-ভাতা বাবদ ঠিকই মোটা অঙ্কের অর্থ খসাতে হবে। পিএসজি থেকে চলমান মৌসুমেই মেসির আয় হবে তিন কোটি ইউরো; বাংলাদেশি টাকায় ৩০০ কোটি ১৮ লাখ। দুই বছরের চুক্তিতে এই অর্থ পাওয়ার পর তৃতীয় বছর চুক্তিতে বসলে বাড়বে বেতন।

সব মিলিয়ে তাই বড় একটা অর্থই যাবে মেসির ব্যাংক অ্যাকাউন্টে। এদিকে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল জানিয়েছে, ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানইউ থেকে সপ্তাহে পাবে ৩ লাখ ৮৫ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা।

মন্তব্যসমূহ (০)


Lost Password