নাটোর জেলার একজন সফল উদ্যোক্তা মোঃ ইরফান শাওন।

নাটোর জেলার একজন সফল উদ্যোক্তা মোঃ ইরফান শাওন।

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা মোঃ ইরফান শাওন। পড়ালেখার পাশাপাশি করে যাচ্ছেন অনলাইন ব্যবসা। তিনি ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করছেন। এই বিষয় নিয়ে পড়াশোনা করেও তিনি একজন নিখুঁত ব্যবসায়ীর পরিচয় দিয়েছেন। তিনি কাজ করছেন সিজনাল ফল নিয়ে। তবে তার উদ্যোক্তা জীবনের পথচলা শুরু হয় তার নাটোর জেলার বিখ্যাত খেজুরের গুড় নিয়ে। পড়াশোনার পাশাপাশি তিনি চিন্তা করেন কিছু একটা করা প্রয়োজন।নিজের পায়ে দাঁড়ানোর এটাই সুবর্ণ সময়।

এসব ভাবতে ভাবতে অনলাইন ব্যবসার কথাই তার মাথায় আসে। যেই ভাবা সেই কাজ শুরু। পরিকল্পনা অনুযায়ী তার কাজ শুরু করেন। নিজ উদ্যোগেই অনলাইনে পেইজ খোলা, পেইজ এর নামকরন শুরু করেন। তিনি তার পেইজ এর নাম দেন Six Seasons Harvest. নিজের অক্লান্ত পরিশ্রম দ্বারা নিজেকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যান। তারপর তিনি কোনো একভাবে গত বছর নভেম্বর মাসে বাংলাদেশ অনলাইনের বিশাল গ্রুপ Women & e-commerce forum (we) এর কথা জানতে পারেন এবং উই (WE) গ্রুপের এর সাথে যুক্ত হয়।

তারপর থেকে উই এর হাত ধরেই তার উদ্যোক্তা জীবনের পথচলা আরো জোরালো ভাবে শুরু হয়। এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। উই এর মাধ্যমেই এগিয়ে নিয়ে যান নিজের ব্যবসা এবং একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। গতবছর তিনি ১,৫০,০০০ টাকার খেঁজুরের গুড় বিক্রি করেন। এবছর তিনি সর্বপ্রথম লিচু আর আম নিয়ে কাজ শুরু করেন এবং খুব ভালো সাড়া পান। তিনি সর্বোমোট ৬০,০০০ টাকার লিচু এবং ১,৭০,০০০ টাকার আম বিক্রি করেন।তিনি আশাবাদী সামনে তিনি আরো এগিয়ে যাবেন।

তিনি বিডিটাইপকে বলেন, "বেকারত্ব এখন আর কারো জন্য অভিশাপ নয়। চাইলেই যে কেউ নিজ উদ্যোগে স্বল্প পুঁজি দিয়ে কাজ শুরু করে আত্মনির্ভরশীল হতে পারেন।তিনি তার কাজের মাধ্যমে সবাইকে অনুপ্রাণিত করতে চান যাতে কেউ হতাশায় না ভুগে নিজে কিছু করার চেষ্টা করুক।"

মন্তব্যসমূহ (০)


Lost Password