হারারেতে মাহমুদউল্লাহর সেঞ্চুরি

হারারেতে মাহমুদউল্লাহর সেঞ্চুরি

দীর্ঘ ১৬ মাস পর টেস্ট দলে ডাক পেয়েই চমক দেখালেন বাংলাদেশ টি-টুয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একমাত্র টেস্টে খেলতে নেমেছিলেন নিজের পঞ্চাশতম টেস্ট ক্রিকেট। ক্যারিয়ারের পঞ্চাশতম টেস্টেই দেখা পেলেন পঞ্চম টেস্ট সেঞ্চুরির। গতবছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে নিজের ৪৯তম টেস্ট ম্যাচ খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু পঞ্চাশতম ম্যাচের জন্য অপেক্ষা করতে হলো দীর্ঘ ১৬ মাস। কেননা রাওয়ালপিন্ডি টেস্টের পর ১৬ মাসের জন্য বাদ পড়ে যান দল থেকে। ফিরেই দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার কাজটি নিজের কাধে নিয়ে নিলেন এবং সেই সাথে পেয়ে গেলেন নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরী।

আগের দিনে ৫৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করে রিয়াদ। তাকে দারুণভাবে সঙ্গ দেন তাসকিন আহমেদ। দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত হয় বাংলাদেশের। ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের কথার মতোই উইকেট ধরে রেখে রানের চাকা সচল রাখেন দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও তাসকিন আহমেদ। দিনের দ্বিতীয় ওভারেই দলের সংগ্রহ ৩০০ পেরোনোর পর জ্বলমলে ব্যাট চালান এই যুগল। একের পর এক বাউন্ডারিতে জিম্বাবুয়ের পেসারদের দিশেহারা করে তোলেন তারা। ইতমধ্যে ৪০০ রান পার করে ফেলেছে বাংলাদেশ। এটি হারারেতে প্রথম ইনিংসে বাংলাদেশের সর্ব্বোচ্চ রান।

মাহমুদউল্লাহকে দারুণ সঙ্গ দেয়া তাসকিন আহমেদ পূর্ন করেছেন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। তিনি অপরাজিত আছেন ৫২ রান করে। অপরপ্রান্তে ১১ চার ও ১ ছক্কায় ১১২ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনের অবচ্ছিন্ন ১৩৪ রানের জুটিতে ৮ উইকেটে ৪০৪ রান করে দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password