মাহমুদউল্লাহ-তাসকিনের ক্যারিয়ার সেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৬৮ রান

মাহমুদউল্লাহ-তাসকিনের ক্যারিয়ার সেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৬৮ রান

মাহমুদউল্লাহ-তাসকিনের ক্যারিয়ারসেরা ইনিংসের উপর ভর করে হারারেতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৬৮ রান। ৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। গতকালের অবিচ্ছিন্ন তাসকিন-মাহমুদউল্লাহর ৯ম উইকেট জুটি আজ নতুন উচ্চতায় পৌঁছে যায়। টপ অর্ডারের ব্যাটসম্যানরা যেখানে ব্যর্থ, সেখানে লড়াই শুরু হয়েছে মিডল অর্ডার থেকে। তাসকিন-মাহমুদউল্লাহর জুটি একশ ছাড়িয়ে গেছে। দুজনেই ব্যক্তিগত মাইলফলকও অর্জন করেছেন। তাসকিন তার ক্যারিয়ার সেরা ৭৫ রান করেছেন।

৪৬১ রানের সময় তাসকিন বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরে গেলে ভাঙে ১৯১ রানের জুটি। এটি নবম উইকেটে বাংলাদেশের সর্ব্বোচ্চ রানের জুটি এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় সেরা। রিয়াদ ও তাসকিন ভেঙেছেন ৯ বছর আগের রেকর্ড। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নবম উইকেটে ১৮৪ রান যোগ করেছিলেন রিয়াদ ও আবুল হাসান। এতদিন এটাই ছিল দেশের ইতিহাসে নবম উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে ইবাদত হোসেন আউট হলে ৪৬৮ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত থাকেন ক্যারিয়ার সেরা ১৫০ রান করে। তার ইনিংসে ছিল ১৭টি চার ও ১টি ছক্কার মার অথচ জিম্বাবুয়ে সফরের টেস্ট দলে তিনি ছিলেনই না। শেষ মুহূর্তে কয়েকজনের চোটে অন্তর্ভূক্ত হন। আর একাদশে জায়গা পেয়েই নিজের অপরিহার্যতা আরও একবার প্রমাণ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে মাত্র ১৩২ রানে ৬ উইকেট হারানোর পর লিটন দাসের ৯৫ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৯৪ রান। জিম্বাবুয়ের পেসার মুজারাবানি একাই শিকার করেন ৪ উইকেট।

মন্তব্যসমূহ (০)


Lost Password