করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিতে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি অনুষ্ঠান

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিতে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি অনুষ্ঠান

করোনার প্রকোপে সারাদেশে টালমাটাল অবস্থা বিরাজ করছে। বর্তমানে দেশের মানুষের মধ্যে এক ভয়ানক আতঙ্ক বিরাজ করছে। মানুষের আতঙ্ক কিছুটা হলেও দূর করার জন্য করোনা পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ও সমাধান নিয়ে বাংলাদেশ টেলিভিশন বেশ চারটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে। সে সকল অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা প্রশ্ন আকারে জানাতে পারে। বিশেষজ্ঞ ডাক্তারের উপস্থিতিতে সে সকল সমস্যার সমাধান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে এটি প্রচার হচ্ছে স্বাস্থ্য জিজ্ঞাসা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান। রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রচারিত হচ্ছে এই সময়। এটি উপস্থাপনায় আছেন সারমিন আব্বাসি, সাবিনা স্যাবি ও তানজিনা পৃথা।

প্রতিদিন রাত ১১টায় প্রচারিত হচ্ছে মানস ঘোষ ও শাকিল বিনের উপস্থাপনায় খবর প্রতিদিন। এছাড়া আবদুল্লা আল মামুনের উপস্থাপনায় বিটিভি সংলাপ প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password