৭ ডিসেম্বর নিয়ে সরকার মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন দূতাবাসে চিঠি দিয়েছে

৭ ডিসেম্বর নিয়ে সরকার মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন দূতাবাসে চিঠি দিয়েছে
MostPlay

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের গ্রেফতার ও কেন্দ্রীয় কার্যালয় তছনছের প্রতিবাদে নয়াপল্টনে সমাবেশ চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বিএনপি স্হায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি‍‍`র দাবিতে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২ টা থেকে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।

দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সমাবেশ শুরু হয়। তবে সমাবেশ শুরুর আগে সকাল থেকেই কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। কার্যালয়ের সামনের রাস্তার যান চলাচল ২টা থেকে বন্ধ হয়ে যায়। পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আপনারা জনগণের শত্রু নন। আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। এই স্বৈরাচারী সরকারের অনৈতিক হুকুম মানতে গিয়ে আজ র‍্যাব আন্তর্জাতিকভাবে ধিক্কার পেয়েছে, আমেরিকার নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে।

তাই আমাদের আহ্বান, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দয়া করে জনগণের পাশে থাকুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বাক্তব্যে এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, সরকারকে হটানো ছাড়া কোনো বিকল্প নেই বিএনপির কাছে। সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াসহ বিএনপির অন্যান্য নেতাদের মুক্তি নিশ্চিত করাই এখন বিএনপির লক্ষ্য। বিএনপি নেতা আরও বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা লুট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সরকার। সব ক্ষেত্রেই সরকার দুর্নীতি করেছে। মানুষ এখন দিশেহারা। এই সরকারের হাত থেকে এখন মুক্তি চায় জনগণ।

এদিন দুপুর দুইটার মধ্যে ফকিরাপুল থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে পল্টন এলাকা জনসমুদ্রের রূপ নিয়েছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশের এলাকা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমান। সমাবেশটি পরিচালনা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

কর্মসূচিতে বাড়তি নিরাপত্তায় সেখানে মোতায়েন আছে বিপুল সংখ্যক পুলিশ। নাইটিঙ্গেল মোড়ে ৫০ জনের মতো পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা যায়। পল্টন থানার পরিদর্শক (অপারেশন) হিরন্ময় বারুরী সাংবাদিকদের বলেন, আজ বিএনপির সমাবেশের অনুমতি আছে। তাই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়নি। একটা সমাবেশের নিরাপত্তার জন্য যে পরিমাণ পুলিশ নিযুক্ত করা হয় সেরকমই আছে।

এর আগে গত ১০ ডিসেম্বর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ থেকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন আজকের এই কর্মসূচি ঘোষণা করেন। উল্লেখ্য, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেফতার ও আটক সব নেতাকর্মীর মুক্তির দাবি এবং বিএনপি নেতা মকবুলকে পল্টনের সংঘর্ষের সময় ‘হত্যা’র প্রতিবাদে এই কর্মসূচি রাখা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password