“মুজিব বর্ষ” সম্পর্কে ১০টি তথ্য জেনে নিন।

“মুজিব বর্ষ” সম্পর্কে ১০টি তথ্য জেনে নিন।
MostPlay

শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করছিলেন, তাই ২০২০ সালটি ছিল তাঁর জন্মশতবার্ষিকী। সরকারের পক্ষ থেকে এবছরটিকে তাই মুজিব বর্ষ বলে ঘোষণা করা হয়েছিল। ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশের জাতির জনক বা জাতির পিতা হিসেবে অভিহিত করা হয়। তার জন্মশতবার্ষিক নানা আয়োজনে পালন করা হয়েছিল।

মুজিব বর্ষ সম্পর্কে ১০টি তথ্য হলোঃ

১) মুজিব বর্ষ হলো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক পালনের জন্য ঘোষিত বর্ষ।

২) বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে (১৭ই মার্চ ২০২০ থেকে ১৭ই মার্চ ২০২১ পর্যন্ত) মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়।

৩)করোনাভাইরাসের কারণে মুজিববর্ষের মেয়াদ প্রায় ৯ মাস বাড়িয়ে সময়কাল ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত করা হয়।

৪) তেজগাঁও পুরাতন বিমানবন্দরে ২০২০ সালের ১০ জানুয়ারি মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৫) তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৬) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ১০ জানুয়ারি মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন।

৭) মুজিব বর্ষের লোগোর ডিজাইনার হলেন সব্যসাচী হাজরা।

৮) সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মুজিব বর্ষ উপলক্ষে একটি ওয়েবসাইডও তৈরি করেছে। ওয়েবসাইটের নামঃ www.mujib100.gov.bd

৯) মুজিব বর্ষ উপলক্ষে ১ মার্চকে বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

১০) ইউনেসকোর ৪০তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password