সেনাবাহিনী বিশেষজ্ঞ লোকবল চেয়েছে কুয়েত

সেনাবাহিনী বিশেষজ্ঞ লোকবল চেয়েছে কুয়েত

তথ্যপ্রযুক্তি খাতে অবকাঠামো নির্মাণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিশেষজ্ঞ লোকবল চেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড-বিটিসিএলের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা জানান, চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সফিকুর রহমান।

অনুষ্ঠানে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন বলেন, লোকবল থাকা সত্ত্বেও সমন্বয়হীনতার কারণে বিটিসিএলের সেবা নিয়ে গ্রাহকদের ভোগান্তি ও অসন্তোষ রয়েছে।

এসব বিষয় মাথায় রেখে বিটিসিএলসহ ডাক বিভাগে প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্তব্যসমূহ (০)


Lost Password