কার হাতে যাবে পশ্চিম বাংলার মানসনদ?

কার  হাতে যাবে পশ্চিম বাংলার মানসনদ?
MostPlay

চলছে  ভারতের  বিধানসভা নির্বাচনের ভোট গণনা। তবে ভারতের পশ্চিম  বাংলার মানসনদ কার  হাতে যাবে তা নিয়ে এখনো জনমনে সংশয়। তবে  পশ্চিম বাংলার নির্বাচন কমিশনের তথ্য মতে এখনো  এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের  বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ রোববার। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নাকি তৃণমূল কংগ্রেস বাংলার মসনদ কার হাতে যাবে সেটি স্পষ্ট হবে।

এবারের ভোটে বাংলায় এক হাজারেরও বেশি প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। যার মধ্যে রয়েছেন ১৭ জন তারকা প্রার্থী। এছাড়াও রয়েছেন হেভিওয়েট রাজনৈতিক প্রার্থীরাও। করোনা সংক্রমণ সত্বেও আজকে ফলাফলে কোন কেন্দ্রে কার জয় আর কার পরাজয় ঘটবে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে বাংলার আম জনতা।

নির্বাচনের ফলাফলই বলে দেবে আগামী পাঁচ বছর বাংলা শাসনের ভার কাদের হাতে থাকবে। রাজ্যের মোট ২৯৪ টি আসনের মধ্যে ভোট গ্রহণ হয়েছে ২৯২ টি আসনে। মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণে এই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এই দুটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে আগামী ১৬ মে এবং ফল ঘোষণা হবে আগামী ১৯ মে।

মন্তব্যসমূহ (০)


Lost Password