সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার শিকার হচ্ছেন কামরান আকমল

সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার শিকার হচ্ছেন কামরান আকমল

সমালোচনা যেন পিছুই ছাড়ে না পাকিস্তানি উইকেট কিপার কামরান আকমলকে। ম্যাচ পাতানোর অভিযোগের পাশাপাশি আরও নানা রকম বিতর্কিত মন্তব্য করে আলোচনা-সমালোচনা কুড়িয়েছেন কামরান। এছাড়া বছর দুয়েক আগে নিজের পছন্দের পাকিস্তানের সর্বকালের সেরা একাদশ গড়েও তোপের শিকার হন। এবার পাকিস্তানের স্বাধীনতা দিবসে টুইট করে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার শিকার হচ্ছেন কামরান আকমল।

আজ পাকিস্তানের স্বাধীনতা দিবস। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে নিজের টুইটারে একটি টুইট করেন কামরান। দেশের জাতীয় পতাকা ও দর্শনীয় কিছু স্থাপত্য প্রচ্ছদে রেখে একটি ছবি পোস্ট করেন তিনি। বিপত্তিটা বেধেছে ছবির ওপর লেখা ‘হ্যাপি ইন্ডিপেনডেন্স ডে’ কথায়। বিপত্তিটা বাধলো সেখানেই। তার করা টুইটে ইন্ডিপেনডেন্স বানান ভুল! কামরান যে বানান লিখেছেন, তার উচ্চারণ দাঁড়ায় ‘ইন্ডিপেনেস’।

তার স্ট্যাটাসের নিচে প্রায় সবাইকে ব্যাঙ্গাত্মক কমেন্ট করতে দেখা গেছে। এক টুইটার ব্যবহারকারীর মন্তব্য, ‘ভাই, আপনাকে শ্রদ্ধা। ব্রিটিশরা আমাদের দেশের যে হাল করেছিল, আপনিই প্রথম মানুষ, যিনি তাদের ভাষার ওপর একই কাজ করে প্রতিশোধ নিলেন।’ আরেকজন অক্সফোর্ড ইংরেজি অভিধানের ছবি পোস্ট করে তার স্বত্বাধিকারী হিসেবে কামরান আকমলের ছবি দিয়ে একটি পোস্ট করেন। এছাড়া আরও অবেকেই রসিকতা করে মন্তব্য করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password