টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ থেকে ছিটকে গেলেন জোফরা আর্চার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ থেকে ছিটকে গেলেন জোফরা আর্চার

গত বছরের ফেব্রুয়ারি থেকে কনুইয়ের চোট নিয়ে ভুগছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। চোটের কারণে চলতি বছরের মে মাসেও ভারত সিরিজ অসমাপ্ত রেখেই ফিরতে হয়েছিল তাকে। অস্ত্রোপচার পর্যান্ত করাতে হয়েছিল তাকে৷

অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে ওঠার খুব কাছেই ছিলেন আর্চার।কাউন্টিতে সাসেক্সের হয়ে ফিরেছিলেন মাঠেও। তবে খুব বেশিদিন মাঠে থাকতে পারলেন না এই বিশ্বকাপজয়ী পেসার। পুরনো চোট আবারও মাথাচাড়া দিয়েছে। তাতেই আর্চার ছিটকে গেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজ থেকে। এ বছর ইংল্যান্ডের জার্সিতে আর মাঠে নামা হবে না আর্চারের৷

বৃহস্পতিবার (৫ আগস্ট) এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বছরের শেষ দিকে অ্যাশেজেও খেলতে পারবেন না ২৬ বছর বয়সি আর্চার।

মন্তব্যসমূহ (০)


Lost Password