যশোরের চিকিৎসা ব্যাবস্থা মহাসংকটে, খোলা আকাশের নিছে মিলছে চিকিৎসা

যশোরের চিকিৎসা ব্যাবস্থা মহাসংকটে, খোলা আকাশের নিছে মিলছে চিকিৎসা
MostPlay

যশোরের চিকিৎসা ব্যবস্থা মহা সংকটের মুখে,খোলা আকাশের নিছে মিলছে চিকিৎসা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিনিয়ত বারছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী, এদের মধ্যে অধিকাংশই রুগীর অবস্থা মারাত্মক ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। জেনারেল হাসপাতালে ছিট তো দূরের কথা, মেঝেতেও যায়গা মিলছেনা আগত অনেক রোগীর, অবশেষে বাধ্য হয়েই হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে মাঠে তাবু বিছিয়ে কোনোরকম একটা সিলিন্ডার লাগিয়ে চিকিৎসা ব্যাবস্থা নিচ্ছে অনেক রুগী।

এইদিকে গত জুন মাস থেকেই ভারত সীমান্তবর্তী এলাকার বেনাপোল, যশোর, সাতক্ষীরা,ঝিকরগাছা, চৌগাছা এবং আসেপাশের সীমান্তবর্তী যতগুলো জেলা উপজেলা রয়েছে তার সবগুলোতেই ভারতীয় করোনার নতূন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে উক্ত জেলার মানুষ। প্রথম দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং পরে সবগুলো হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ব্যাবস্থার মাধ্যমে রোগীদের চিকিৎসা ব্যাবস্থা করতে সক্ষম ছিলো, কিন্তু গত জুলাই মাসের প্রথম দিক থেকে রোগীদের এতটাই চাপ বেড়ে যাচ্ছে যে, টাকার বিনিময়েও এখানে চিকিৎসা নেয়া সম্ভবপর হচ্ছেনা, হাসপাতালে যে পরিমাণ রোগীর চিকিৎসা দেয়া সম্ভব তার থেকে অনেকগুন বেশি রোগী এখানে চিকিৎসাধিন রয়েছে, যার ফলে সবদিক থেকেই ব্যপক সংকটের মধ্যে পরেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানিয়েছেন, করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অনেক রুগীকে ভর্তি হচ্ছেন হসপিটালের ১৪০ বেডের বিপরীতে অনেক বেশি রুগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে তার জন্য, চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে। সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ জানান, ইতিমধ্যে হাসপাতাল গুলতে রোগীর চাপের কারণে হিমসিম খাচ্ছে হাসপাতাল কতৃপক্ষ।

এইদিকে হাসপাতাল গুলোতর মেডিসিন, অক্সিজেন এবং যাবতীয় চিকিৎসা সামগ্রীর ব্যাপক সংকট দেখা দিয়েছে, শুধু চিকিৎসা সামগ্রীর সংকট নয় এখন উক্ত হাসপাতাল গুলোতে মেঝেতেও যায়গা দেয়া সম্ভব হচ্ছেনা তাই বাধ্য হয়েই রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে খোলা আকাশের নিচে তাবু বিছিয়ে। সিভিল সার্জন আরও জানান,উক্ত সংকট কাটিয়ে উঠতে পারবো আমরা খুব তাড়াতাড়ি এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password