টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়লো ইতালি

টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়লো ইতালি
MostPlay

এর আগে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড দখলে ছিল স্পেন ও ব্রাজিলের। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি গড়েছিল ব্রাজিল। ২০০৭-০৯ সালে ব্রাজিলের রেকর্ডে ভাগ বসিয়েছিল স্পেন। ২০০৭-০৯ সালে স্পেন না পারলেও ২০২২ সালে এসে ব্রাজিলের দীর্ঘদিনের এই রেকর্ড ভেঙে দিল ইতালি। ২০২২ বিশ্বকাপ ইউরো অঞ্চলের বাছাইপর্বে সুইজারল্যান্ড-ইতালির ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। তবে এই ড্রয়ের ফলে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকায় বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে ইতালি। ইতালি সবশেষ হেরেছিল ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর। এরপর এখন পর্যন্ত আর কোন ম্যাচে হারেনি ইতালি। এর মধ্যে ৫৩ বছর পর ইউরো জিতেছে মানচিনির শিষ্যরা।

রোববার বাসেলের সেন্ট জাকব পার্কে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড-ইতালি। ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল ইতালি। একের পর এক সুযোগ তৈরি করে। কিন্তু ফিনিশিংয়ে দুর্বলতা আর সুইস গোলরক্ষকের দৃঢ়তায় জালের দেখা পায়নি মানচিনির দল। সুইজারল্যান্ডও সুযোগ তৈরি করেছে। তবে লক্ষ্যে ছিল না বেশিরভাগ।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইতালি। ফলও পেয়ে যেতে পারতো রবার্তো মানচিনির শিষ্যরা। ৫২ মিনিটে পেনাল্টি পায় ইতালি। কিন্তু উয়েফার বর্ষসেরা খেলোয়াড় জর্জিনহোর পেনাল্টি সুইস গোলরক্ষক ইয়ান সোমার ঠেকিয়ে দেন। এতে এগিয়ে যাবার চমৎকার সুযোগ হাতছাড়া হয় আজ্জুরিদের। রেফারির শেষ বাঁশিতে পয়েন্ট ভাগাভাগি করে দু'দল।

ম্যাচ ড্র হলেও খুব একটা হতাশার কিছু নেই ইতালির। বাছাইপর্বে নিজেদের গ্রুপে তারা শীর্ষেই আছে। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে ইতালি। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইজারল্যান্ড। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বুলগেরিয়া। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে নর্দার্ন আয়ারল্যান্ড। লিথুয়ানিয়ার অর্জন শূন্য।

মন্তব্যসমূহ (০)


Lost Password