কিছু জায়গায় বৃষ্টি হতে পারে ঈদের দিন

কিছু জায়গায় বৃষ্টি হতে পারে ঈদের দিন

ঈদের দিন সকালে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে বেশিরভাগ  জায়গায় বৃষ্টি হবে না। কোথাও কোথাও আবার কালবৈশাখীরও আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।আবহাওয়াবিদ আব্দুল মান্নান বিডিটাইপকে বলেন,  বেশির ভাগ অঞ্চলের মানুষ নির্বিঘ্নে ঈদের নামাজ পড়তে পারবেন। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ  করে রংপুর,  সিলেট ও ময়মনসিংহ বিভাগে, সেইসঙ্গে ঢাকা, টাঙ্গাইল এবং কুমিল্লা অঞ্চলে বৃষ্টির আশঙ্কা আছে।

তিনি বলেন, তবে এই মৌসুমে ঝড়-বৃষ্টি হওয়া স্বাভাবিক। সোমবার (২৪ মে) কালবৈশাখীও হতে পারে। তবে সেটি একেবারে নিশ্চিত করে বলা সম্ভব না এখনই।আম্পান দুর্বল হয়ে যে লঘুচাপ হয়েছিল সেটিও নেই। আকাশ পরিষ্কার।  তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও মেঘ আছে।   ডিমলা, শ্রীমঙ্গল ও রাজারহাটে রবিবারও বৃষ্টি হয়েছে। এ কারণেই সোমবারও কোথাও কোথাও বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। 

২৪ ঘণ্টার পূর্বাভাসেও বলা হয়, টাঙ্গাইল, ঢাকা ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর,  ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password