মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিল ইসরাইল

মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিল ইসরাইল
MostPlay

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঠিক মহামারির এমন সময়ে উল্টো পথে হাঁটছে ইসরাইল। দেশটি রোববার বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিয়েছে। পাশাপাশি পুনরায় স্কুল, বার, রেঁস্তোরা খোলার অনুমতি দিয়েছে। তবে ইনডোরে জন পরিসরে মাস্ক পরার নিয়ম অব্যাহত থাকার কথা জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের জন্য ব্যাপকমাত্রায় ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চালানোর পর পরিস্থিতি স্বাভাবিক করতে এই পদক্ষেপ নিয়েছে ইসরাইলি সরকার।

দেশটির ৮১ শতাংশ নাগরিক ফাইজার ও বায়োএনটেকের দুই ডোজ টিকা নিয়েছে। এতে হাসপাতালে ভর্তি ও সংক্রমণ হ্রাস পেয়েছে। তবে বিদেশিদের ইসরাইলে প্রবেশে বিধিনিষেধ রয়েছে। তাদের দেশটিতে প্রবেশ করলে অবশ্যই আইসোলেশনে থাকতে হবে।

এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ভারতীয় নতুন ভ্যারিয়েন্টের সাতজন শনাক্ত হয়েছে।    

সিএনএর খবরে বলা হয়েছে, ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার আগেই বৃহস্পতিবার দেশটির জনপ্রিয় একটি বারে মাস্ক ছাড়াই মানুষ জমায়েত হয়েছিল। পাশাপাশি মার্কেটেও মাস্ক ছাড়াই মানুষের উপস্থিতি মিলেছে। 

দেশটির ৯৩ লাখ জনসংখ্যার প্রায় ৫৪ শতাংশ মানুষ ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের দুটি ডোজই গ্রহণ করেছে। এর ফলে সেখানে করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমেছে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password