আজ বিশ্ব মা দিবস

আজ বিশ্ব মা দিবস

এই পৃথিবীতে এমন একটি সম্পর্ক রয়েছে যা অনায়াসে এই পৃথিবীর অন্যান্য সমস্ত সম্পর্ককে হার মানিয়ে ফেলে। অসাধারণ এই সম্পর্কটি মা ছাড়া আর কেউ হতে পারেনা। আজ ৯ই মে, রবিবার,২০২১; পালিত হচ্ছে "বিশ্ব মা দিবস"।

মায়েদের পরিবারের প্রতি ভালবাসা, উৎসর্গ এবং নিষ্ঠার স্বীকৃতি জানাতে বিশ্বের ৪৬ টিরও বেশি দেশে মা দিবস উদযাপিত হয়। এই মায়েরা যারা এই পুরুষ শাসিত সমাজে বেশিরভাগই বঞ্চিত হন তাদের জন্য এটি সত্যই একটি বিশেষ দিন। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার এ দিবসটি পালিত হয়।

এটি খুব কমই দেখা যায় আমাদের মায়ের প্রচেষ্টা এবং অবদানগুলির কথা ছেলেমেয়েদের নজরে থাকেনা। তারা মায়ে়ের দুঃখ-কষ্ট বুঝতে চায়না। বা বলা যায় প্রতিদিন মাকে ভালোবাসলেও আমাদের হয়তো প্রতিদিন মায়েদের কৃতজ্ঞতা জানানো সম্ভব হয়না। সে কারণে বলা যায় মা দিবস আমাদের মাকে ধন্যবাদ জানাতে এবং সঠিকভাবে আমাদের কৃতজ্ঞতা দেখানোর সুযোগ করে দিয়েছে।

ফিলাডেলফিয়ার আনা জার্ভিস যার মা বন্ধুত্ব এবং স্বাস্থ্যের প্রচারের জন্য মহিলাদের গ্রুপ সংগঠিত করেছিলেন। সেটি থেকেই সূত্রপাত মা দিবসের। ১৯০৭ সালের ১২ মে তিনি গ্রাফটন ওয়েস্ট ভার্জিনিয়ায় তাঁর প্রয়াত মায়ের গির্জায় একটি স্মরণসভা করেছিলেন। তারপর পাঁচ বছরের মধ্যে কার্যত প্রতিটি রাজ্য দিবসটি পালন করছিল এবং ১৯১৪ সালে ইউ এস প্রেস উড্রো উইলসন এটিকে একটি জাতীয় ছুটি বানিয়েছিলেন।যদিও জার্ভিস একজনের মায়ের শ্রদ্ধা হিসাবে একটি সাদা কার্নিশন পরিধানকে প্রচার করেছিলেন পরে জীবিত মায়ের প্রতিনিধিত্ব করার জন্য একটি লাল বা গোলাপী কার্নিশ পরার প্রথাটি প্রবর্তিত হয়েছিল।

এভাবেই ধীরে ধীরে নানান পরিবর্তন-পরিবর্ধনের মাধ্য দিয়ে আজকের বিশ্বে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয়ে আসছে বিশ্ব মা দিবস। নানান আনুষ্ঠানিকতা ও উপহার দেয়ার মধ্য দিয়ে মায়েদের জন্য দিনটিকে আরো স্মরণীয় করে তুলছে মায়ের আদরের ছেলেমেয়েরা।

ছোটবেলায় কেঁদেছি যখন

মায়ের বুকেই পেয়েছি ঠাঁই,

আজ আমার এই যৌবনে

মাকেই পাই বিপদে-আপদে।

মা আমাদের এমনই একজন 

যিনি আমৃত্যু আপন-ই রয়।

সম্পাদকীয়,

সুমাইতা লাইছা বুুুুশরা

বিডি টাইপ নিউজ।

মন্তব্যসমূহ (০)


Lost Password