তীব্র হেনস্থা, মাত্র ২২ বছরেই চলে গেলেন

তীব্র হেনস্থা, মাত্র ২২ বছরেই চলে গেলেন

 মাত্র ২২ বছর বয়সেই মারা গেলেন নেটফ্লিক্স তারকা এবং স্টারডম রেসলার হানা কিমুরা। বিগত কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় হেনস্থার কারণে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন জাপানের কিওকো কিমুরার কন্যা হানা।

'নেটফ্লিক্স' রিয়্যালিটি শো 'টেরস হাউস'-এ এক সহকর্মীর উপর রেগে গিয়ে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন হানা। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলডও হয়েছিলেন তিনি। সম্প্রতি নিজের হাত কেটে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন হানা। তার পরই তাঁর মানসিক অবসাদের কথা জানতে পেরে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন হানার ভক্তরা।

হানার মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে 'স্টারডম'-এর তরফে। সেখানে বলা হয়েছে, "স্টারডম ভক্তদের জন্য একটি দুঃসংবাদ। আপনাদের প্রিয় তারকা রেসলার হানা কিমুরা প্রয়াত হয়েছেন। সকলে সম্মান প্রদর্শন করুন আর এই দুর্দিনে ওঁর পরিবার আর কাছের মানুষদের জন্য প্রার্থনা করুন।"এত লড়েও নিজের কাছেই শেষমেশ হারলেন বাস্তবের ফাইটার!

তিনি যে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তা হাবেভাবে বারবারই পরিষ্কার করে দিচ্ছিলেন হানা কিমুরা। কিছুদিন আগেই ট্যুইট করে লিখেছিলেন, "প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কমপক্ষে ১০০ মেসেজ পাই, যেখানে আমাকে ট্রোল করা হয়। এই ধরনের মেসেজগুলো যে আমাকে খুব আঘাত করে, তা অস্বীকার করার উপায় নেই। আমি মরে গিয়েছি। আমাকে এত সুন্দর একজন মা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই জীবনে আমি শুধুই ভালোবাসা পেতে চেয়েছিলাম।"

সেই ট্যুইটেই হানা আরও যোগ করেছিলেন, "আমাকে যাঁরা সব সময়েই সমর্থন করে গিয়েছেন, তাঁদের অনেক ধন্যবাদ। এটাই আমি ভালোবাসি। আমি খুব দুর্বল। ক্ষমাও চেয়ে নিচ্ছি তার জন্য। মানুষ হয়ে আর বেঁচে থাকতে চাই না। সকলকে অনেক ধন্যবাদ।"

যদিও হানার এই পোস্ট ট্যুইটার থেকে কিছু দিনের মধ্যেই তুলে নেওয়া হয়। গত বছরের শেষ দিকেই 'নেটফ্লিক্স'-এর জাপানের রিয়্যালিটি শো 'টেরস হাউস'-এ নাম লিখিয়েছিলেন ২২ বছরের এই রেসলার। 'স্টারডম' চ্যাম্পিয়নে তিনি দু বারের আর্টিস্ট। এক বার খেতাবও জিতেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password