একীভূত হয়েছে অপো আর ওয়ানপ্লাস

একীভূত হয়েছে অপো আর ওয়ানপ্লাস

জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি অপো সঙ্গে একীভূত হয়ে গেল ওয়ানপ্লাস। ফলে দুই কোম্পানির একই অপারেশন ও রিসোর্স শেয়ার করে গ্রাহকদের আরো ভালো অভিজ্ঞতা দিতে পারবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস। অনেকদিন ধরেই বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছিল ওয়ানপ্লাস অপো। আর সে কারণেই একে অন্যের এর প্রোডাক্ট ও প্রযুক্তি ব্যবহার করতে পারবে এই দুই জনপ্রিয় স্মার্টফোন মেকার।

তবে কিছু ক্ষেত্রে এখনো স্বাধীনভাবে কাজ করবে ওয়ানপ্লাস।কয়েক বছর আগেই নতুন এই স্টার্টআপ কোম্পানি স্মার্টফোন দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। ইতোমধ্যেই বিশ্বব্যাপী মিড রেঞ্জ সেগমেন্ট এ দখল নিতে শুরু করেছে ওয়ানপ্লাস। শুরুতেই অবিশ্বাস্য দামে গ্রাহকের হাতে ফ্লাগশিপ ফোন তুলে দিতে চেয়েছিল এই কোম্পানিটি। সেই সময় থেকেই ফ্লাগশিপ কিলার নামে কোম্পানি জনপ্রিয় হয়েছিল। কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে ওয়ানপ্লাস ফোনের দাম বাড়তে শুরু করেছিল।

প্রথম দিন থেকেই ওয়ানপ্লাস ফোনের কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল। ওয়ান প্লাস টু নিজস্ব অক্সিজেন ওএস ব্যবহার শুরু করেছিল। কোম্পানিটি তারপর থেকেই গ্রাহকদের মধ্যে অন্যতম জনপ্রিয় এন্ড্রোয়েড স্ক্রিনের তকমা কেড়ে নিয়েছিল। এই জনপ্রিয় কাস্টমস এছাড়াও একসময় অ্যান্ড্রয়েড আপডেটের বিষয়ে ও গুগোল পিক্সেল ফোন গুলো কেউ টেক্কা দিচ্ছিল কোম্পানির কোনগুলো। অনেক ওয়ানপ্লাস গ্রাহক সফটওয়্যার আপডেট নিয়ে প্রশ্ন তুললেও কোম্পানির প্রধান জানিয়েছেন, এখন আরো বেশি কর্মী সফটওয়্যার বিভাগে কাজ করার জন্য আরও দ্রুত আপডেট পাবেন গ্রাহকরা।

যদিও অনেকেই অক্সিজেন ওএস কে কালার অপো ওএস এর সাথে তুলনা করতে শুরু করেছেন। যদিও সেই ধরনের কোনো তথ্য এখন আর সামনে আসেনি। তবে চীনে ওয়ানপ্লাস ফোনে আর হাইড্রোজেন ওএস আর ব্যবহার করা হবে না ওয়ানপ্লাস ফোনে। এবার থেকে কালার ওএস ব্যবহার হবে। ওয়ানপ্লাস ৯ প্রো ফোনে এন্ড্রয়েড টুয়েলভ ভিটা ভার্সন এর সঙ্গে মিল পাওয়া গিয়েছে। আর এসব কারণেই অনেকে মনে করছেন অপো সঙ্গে হাত মিলিয়ে নিজেদের স্বকীয়তা হারাবে ওয়ানপ্লাস। গতবছর দারুণ জনপ্রিয়তা পায় ওয়ানপ্লাস নোট।

সম্প্রতি লঞ্চ হয়েছে এই ফোনের উত্তরসূরী, ওয়ানপ্লাস নোট জিই ফাইভ-জি। কিন্তু অদূর ভবিষ্যতে কি অপোর পথে হাঁটবে ওয়ানপ্লাস সেই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে গোটা বিশ্বে।

মন্তব্যসমূহ (০)


Lost Password