প্রথম দিন শেষে নটিংহ্যামে চালকের আসনে ভারত

প্রথম দিন শেষে নটিংহ্যামে চালকের আসনে ভারত

আগেই জানা হয়ে গিয়েছিল উইকেটে আছে ঘাসের ছোয়া। বোলারেদের মিলবে অতিরিক্ত সুইং ও বাউন্স। প্রথমদিনে হলোও তাই। পেস বোলিংয়ের জন্য উপযুক্ত কন্ডিশন কাজে লাগিয়ে আলো ছড়ালেন ভারতের জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি। নিখুঁত লাইন-লেংথে দুর্দান্ত বোলিং করে ১৮৩ রানেরি গুঁড়িয়ে দিলেন ইংল্যান্ডের ব্যাটিং। বোলারেদের কল্যাণেই প্রথম টেস্টের প্রথম দিনশেষে চালকের আসনে বসেছে সফরকারি ভারত।

সেই জুন মাসে শেষ হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এরপর লম্বা সময় ধরে ইংল্যান্ডের মাটিতেই বসে থাকতে হলো ভারতীয় ক্রিকেট দলকে। লক্ষ্য ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ। অবশেষে কাংখিত সেই সিরিজটি মাঠে গড়ালো। নটিংহ্যামের ট্রেন্টব্রিজে গতকাল শুরু হয়েছে সাদা পোশাকে লাল বলের লড়াই। শুরুতেই ভাগ্যের খেলায় অবশ্য জয় হলো ইংল্যান্ডের। ঘরের মাঠে টস জিতলেন ইংলিশ অধিনায়ক জো রুট। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ইংলিশ অধিনায়ক। ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডকে শুরুতেই চেপে ধরে ভারত। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডকে ১৮৩ রানে গুটিয়ে দিয়েছে ভারত। ঘরের মাঠে দলটির বিপক্ষে প্রথম ইনিংসে এটাই ইংলিশদের সর্বনিম্ন সংগ্রহ। ইংল্যান্ড অধিনায়ক জো রুট ছাড়া কেউ তেমন একটা ভাল করতে পারেনি। বেয়াস্ট্রো, বাটলাররা উইকেটে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি।

শার্দুল ঠাকুরের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরার আগে করেছেন ১০৮ বলে ৬৪ রান। এই ইনিংসের পথে একটি কীর্তি গড়েন তিনি। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রান করাদের তালিকার শীর্ষে থাকা অ্যালেস্টার কুককে (১৫ হাজার ৭৩৭) ছাড়িয়ে যান। রুটের রান এখন ১৫ হাজার ৭৮০। এছাড়া ইংল্যাবডের হয়ে জনি বেয়াস্ট্রো ২৯, ক্রোলি ও বাটলার ২৭ রান করেন। ভারতের হয়ে জাসপিত বুমারাহ ৪৬ রানে ৪ উইকেট শিকার করেন। মোহাম্মদ শামিও বেশ ভুগিয়েছেন ইংলিশ ব্যাটসম্যানদের। তিনি ১৭ ওভারে বল করে মাত্র ২৮ রান দিয়ে শিকার করেছেন ৩টি উইকেট। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ভাল শুরু করেছে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুল। দিনশেষে ভারতের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ২৩ রান। ভারতের দুই ওপেনার অপরাজিত আছেন ৯ রান করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password