খেলার মাঝে আম্পায়ার জানলেন তিনি করোনা পজিটিভ

খেলার মাঝে আম্পায়ার জানলেন তিনি করোনা পজিটিভ
MostPlay

দীর্ঘদিন পর সোমবার থেকে মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসর। করোনাভাইরাসের কারণে প্রায় এক বছর পর দেশের খেলা বন্ধ ছিল। মরণঘাতী ভাইরাসটি এনসিএলের প্রথম দিনেই ফের হানা দিয়েছে।

করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে এনসিএলে খেলা প্রত্যেক ক্রিকেটারসহ কর্মকর্তাদের বায়ো সেফটি বাবল বা জৈব সুরক্ষা বলয়ে থাকতে হচ্ছে। তবে বায়ো বাবলে ঢোকার আগে সবাই করোনা টেস্ট করিয়েছেন। যার রিপোর্ট হাতে পেয়েছেন গতকাল।

যখন রিপোর্ট মিলেছে ততক্ষণে খেলা শুরু হয়েছে। ফলে মাঠেই ছিলেন ক্রিকেটার ও আম্পায়াররা। প্রথম রাউন্ডের খেলায় শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল খুলনা ও সিলেট। খুলনা যখন ব্যাট করছিল তখনই খবর আসে দায়িত্বরত রিজার্ভ আম্পায়ার সাইফুল ইসলাম জুয়েল করোনা টেস্টে পজিটিভ হয়েছেন।

এই খবর জানার সঙ্গে সঙ্গে তাকে আইসোলেশনে পাঠিয়ে দেয়া হয়। জানা গেছে, খুব বেশি মানুষের সংস্পর্শে আসেননি তিনি। তবে সোমবার শুধু আম্পায়ার সাইফুলই করোনা পজিটিভ হননি। করোনায় শনাক্ত হয়ছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও ওপেনার সাদমান ইসলাম।

মন্তব্যসমূহ (০)


Lost Password