শেষ ম্যাচে ভারতকে লজ্জায় ডুবিয়ে টি-টুয়েন্টি সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা

শেষ ম্যাচে ভারতকে লজ্জায় ডুবিয়ে টি-টুয়েন্টি সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা

এমনিতেই দলের প্রধান খেলোয়াড়দের ছাড়া শ্রীলঙ্কা সফরে এসেছে ভারতীয় ক্রিকেট দল তার উপর করোনার কারণে স্কোয়াডের ৯ জন খেলোয়াড় ছাড়াই শেষ দুই ম্যাচে মাঠে নামতে হয়েছে ভারতকে। শেষ দুই ম্যাচে মাত্র ৫ জন ব্যাটসম্যান নিয়ে খেলতে হয়েছে ভারতকে। সেই সুযোগ পরিপূর্ণভাবে কাজে লাগিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ ম্যাচে ভারকে দাঁড়াতেই দেয়নি স্বাগতিক শ্রীলঙ্কা। ওয়ানিন্দু হাসারাঙ্গার রেকর্ড বোলিংয়ে ভারতকে ৮১ রানে আটকে দেয় শ্রীলঙ্কা। এরপর ১৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় লঙ্কানরা। জয় করে সিরিজ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ২০ ওভারে ৮ উইকেটে ৮১ রান তুলে ভারত। যা টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ। টি-টোয়েন্টিতে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে গোল্ডেন ডাকের শিকার হন শিখর ধাওয়ান। দলীয় ৫ রানে ধাওয়ানকে শিকার করেন দুশমান্থা চামিরা। তারপর ৩৬ রানের ভেতরেই ৫টি উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় ভারত। এরপর ষষ্ঠ উইকেটে ভুবনেশ্বর কুমার ও কুলদীপ যাদব গড়েন ১৯ রানের জুটি। এই জুটির কারণেই অলআউটের হাত থেকে রেহাই পেয়ছে সফরকারিরা। তবে নির্হদারীত ২০ ওভার ব্যাট করতে পারলেও ভারতকে সম্মানজনক স্কোর এনে দিতে পারেনি শেষ দিকের ব্যাটসম্যানরা। ২০ ওভার ব্যাট করলেও ৮ উইকেট হারিয়ে ৮১ রানের বেশি করতে পারেনি ভারত। টি-টোয়েন্টিতে এটি এখন ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। এই প্রথমবার টি-টুয়েন্টি ক্রিকেটে পূর্ণ ২০ ওভার ব্যাট করে ১টি ছক্কাও মারতে পারেনি ভারত। ভারতের সর্ব্বোচ্চ ২৮ বলে অপরাজিত ২৩ রানে অপরাজিত ছিলেন কুলদিপ যাদব। শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে মাত্র ৯ রান খরচায় ৪টি উইকেট নেন।

রান তাড়ায় শ্রীলঙ্কা সাবধানী শুরু করলেও উইকেট হারিয়ে বসে পাওয়ার প্লের শেষ ওভারে। চাহারকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন আভিশকা ফার্নান্দো (১২)। নিজের পরের ওভারের শেষ বলে ওপেনার মিনোদ ভানুকাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন।২৭ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন ভানুকা। দলীয় ৫৬ রানে চাহারের তৃতীয় শিকারে পরিণত হন সামারাউকরামা। ১৩ বলে ৬ রান করে চাহারের ঘূর্ণিতে বোল্ড হন তিনি। ব্যস গোটা ম্যাচে এটাই ছিল ভারতীয় দলের সাফল্য। এরপর চতুর্থ উইকেটে ধনাঞ্জয়া ডি সিলভা ও বানিন্দু হাসারাঙ্গা শ্রীলংকাকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৭ উইকেট আর ৩৩ বল হাতে রেখেই লক্ষ্যটা পেরিয়ে গেছে লঙ্কানরা। ধনাঞ্জয়া ২০ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন। হাসারাঙ্গা ৯ বলে ১৪ রানে। ভারতের হয়ে ১৫ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন রাহুল চাহার। ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও হন হাসারাঙ্গা।

এই সিরিজ জয়ের জলে ২০১৯ সালের পর টি-টুয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা সেই সাথে ভারতের বিপক্ষে ১৩ বছর পর জেতা কোনো দ্বিপাক্ষিক সিরিজ। সবশেষ ২০০৮ সালে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক কোনো সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। অপরদিকে টানা আট সিরিজ অপরাজিত থাকার পর হারল ভারত।

মন্তব্যসমূহ (০)


Lost Password