এপ্রিলের গরমে পশ্চিমবঙ্গে ৬ বছরের রেকর্ড ভাঙতে পারে

এপ্রিলের গরমে পশ্চিমবঙ্গে ৬ বছরের রেকর্ড ভাঙতে পারে

পশ্চিমবঙ্গে ক্রমশই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আবহাওয়াবিদদের আশঙ্কা গত ছয় বছরের রেকর্ড ভাঙতে পারে এপ্রিলের গরম। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এপ্রিল থেকে জুনে সর্বোচ্চ তাপমাত্র থাকবে স্বাভাবিকের উপরে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের অনেকটাই উপরে। বজায় থাকবে শুষ্কতা, ফলে বাড়বে অস্বস্তি।প্রসঙ্গত, গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ শুরু হতো মে মাস থেকে। কিন্তু এই বছর তাপপ্রবাহের প্রকোপ শুরু হয়েছে মার্চ থেকেই। প্রয়োজনীয় বৃষ্টির অভাবেই এত গরম পড়ছে বলে জানাচ্ছে আবহাওয়া বিভাগ। এছাড়াও আবহাওয়ায় শুষ্কতার মাত্রা বেড়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এপ্রিল জুড়ে বইবে লু অর্থাৎ গরম বাতাস। গত ৭৬ বছরের রেকর্ড ভেঙে মার্চে দিল্লির তাপমাত্রা পৌঁছায় ৪০ দশমকি ১ ডিগ্রিতে। উত্তর ও পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যেও তাপমাত্রা বেড়েছে চোখে পড়ার মতো।এদিকে ছয় বছর পর কলকাতায় মার্চের তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আরও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। যদিও খানিকটা স্বস্তির খবরও শুনিয়েছে হাওয়া অফিস। সপ্তাহান্তে ঝোড়ো হাওয়ার সাথে কলকাতাসহ রাজ্যের দক্ষিণবঙ্গের দু-এক জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে।কলকাতার আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে,

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ। আগামী ৪ ও ৫ দিন কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।অন্যদিকে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিংসহ রাজ্যের উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎসহ দু-এক পশলা বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই।এদিকে দ্বিতীয় দফার ভোটের দিনই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয় রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। ইতোমধ্যেই ৪০ ডিগ্রি ছুঁয়েছে বেশকিছু জেলার পারদ। গরম আর অস্বস্তি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গেও।

মন্তব্যসমূহ (০)


Lost Password