নরসিংদীতে একদিনে করোনা উপসর্গে মৃত্যু ১, শনাক্ত ১৪১

নরসিংদীতে একদিনে করোনা উপসর্গে মৃত্যু ১, শনাক্ত ১৪১

নরসিংদীতে একদিনে করোনা উপসর্গে ১ জনের মৃত্যুসহ ৫৪৬টি নমুনা পরীক্ষায় আরও ১৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ শনাক্তের গড় হার নমুনার সংখ্যা বিবেচনায় ২৬ শতাংশ। রবিবার ( ৮ আগস্ট) সকালে এ তথ্য জানান নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম।

গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন নরসিংদী সদর উপজেলায় ৭৪ জন, পলাশ উপজেলায় ৯ জন, শিবপুর উপজেলায় ২১জন, বেলাব উপজেলায় ২৯ জন, মনোহরদী উপজেলায় ১ জন ও রায়পুরা উপজেলায় ৭ জন।

তিনি আরও জানান, এ পর্যন্ত ছয়টি উপজেলায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৪ হাজার ৬৫৩ জন, শিবপুর উপজেলায় ১ হাজার ১৯ জন, পলাশ উপজেলায় ১ হাজার ৩৩০ জন, মনোহরদী উপজেলায় ৫৩০ জন, বেলাব উপজেলায় ৫৭২ জন ও রায়পুরা উপজেলায় ৪৭৮ জন। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা শনাক্ত ৮ হাজার ৫৮২ জন।

নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় আইসোলেশনমুক্ত ৬০ জনসহ এ পর্যন্ত ছয়টি উপজেলায় মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ৫ হাজার ৯১২ জন। বর্তমানে নরসিংদীর কোভিট-১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনারোগী ৭৩ জন এবং সন্দেহজনক রোগী ৫২ জনসহ মোট ১২৫ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন ও রেফার্ডকৃত ১ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ১২ জনকে ছাড়পত্র প্রদান করা হয়।

আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নরসিংদীর জেলার ছয় উপজেলায় ৭৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৫ জন, পলাশ উপজেলায় ৭ জন, বেলাব উপজেলায় ৮ জন, রায়পুরা উপজেলায় ৯ জন, মনোহরদী উপজেলায় ৬ জন ও শিবপুর উপজেলায় ১০ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password