যশোরে ১০ মেধাবী ছাত্রী পেলেন বাইসাইকেল

যশোরে ১০ মেধাবী ছাত্রী পেলেন বাইসাইকেল

যশোরের কেশবপুর উপজেলায় শনিবার (২৪ জুলাই) দুপুরে ১০ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাইসাইকেলগুলো দেওয়া হয়।

পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বলেন, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়, রাজনগর বাকাবর্শী মাধ্যমিক বিদ্যালয় ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ জন ছাত্রীকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাইসাইকেল দেওয়া হয়েছে।

পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ছাত্রীদের নিকট বাইসাইকেল দেওয়ার সময় উপস্থিত ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, ইউপি মেম্বর সিরাজুল ইসলাম, শম্ভু নাথ বসু, সুচিত্রা রানী বিশ্বাস, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক তাপস দে, রাজনগর বাকাবর্শী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রভাত কুমার কুন্ডু ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম।

এই বাইসাইকেল গুলো দেওয়া হয় কারন দূরত্ব যেন এসকল মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় বাঁধা না হয়ে দাঁড়ায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password