দাড়ি নিয়েই ফেসবুকে ভাইরাল হওয়া যুবক ইমরান আড়ং-এ চাকরি পাচ্ছেন

দাড়ি নিয়েই ফেসবুকে ভাইরাল হওয়া যুবক ইমরান আড়ং-এ চাকরি পাচ্ছেন

আড়ং-এর বিরুদ্ধে মুখে দাড়ি থাকায় চাকরি না দেয়ার অভিযোগ এনে ফেসবুকে ভাইরাল হওয়া যুবক ইমরান হোসাইন লিমন আড়ং ঢাকার তেজগাঁও শো-রুমে চাকরি পাচ্ছেন।
তাকে চাকরি দেয়ার প্রস্তাব দিয়েছেন মঙ্গলবার (১৬ মার্চ)আড়ং।
মুখে দাড়ি থাকায় চাকরি না দেয়ার অভিযোগ ওঠেছিলো আড়ং-এর বিরুদ্ধে। এ নিয়ে সিলেটে আন্দোলনও হয়। অনেকেই আড়ং বয়কট করার আহ্বান জানান।

দাঁড়ি থাকায় ঢাকার তেজগাঁও এলাকায় আড়ংয়ের একটি শো-রুমে চাকরি দেওয়া হয়নি- এমন অভিযোগ তুলে গত শুক্রবার ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন ইমরান হোসাইন লিমন । ৮ মিনিটের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরবর্তীতে ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে লিমন বলেন- ‘‘সম্প্রতি আমি আমি আড়ং, সেইলর, জেন্টেল পার্কসহ বেশ কয়েকটি শো-রুমে সেলসম্যান পদের জন্য সিভি ড্রপ করি। শুক্রবার আমাকে আড়ংয়ের ইন্টারভিউর জন্য তেজগাঁওয়ে ডাকা হয়। ইন্টারভিউর সময় আমি মাস্ক পরা ছিলাম। সেখানে যারা ছিলেন, আমি তাদের সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছি। ইন্টারভিউর শেষ পর্যায়ে তাদের কথা ও ভঙ্গি দেখে মনে হয়েছে তারা আমাকে নিয়ে নেবেন, তারা আমার কথায় সন্তুষ্ট।

অপরদিকে, উদ্ভূত পরিস্থিতিতে আড়ং কর্তৃপক্ষ সোমবার একটি লিখিত বিবৃতি প্রদান করেন। সেই বিবৃতিতে ওই ঘটনার জন্য দু:খও প্রকাশ করেন তারা। এছাড়াও ভবিষ্যতে এমন ঘটনা আর যাতে না ঘটে- সে ব্যাপারে তারা সতর্ক থাকবেন বলে বিবৃতিতে উল্লেখ করেন।
এর পরই ইমরান হোসাইন লিমনকে চাকুরী দেয়ার সিদ্ধান্ত নেয় আড়ং ।

মন্তব্যসমূহ (০)


Lost Password