তামাকজাত পণ্যের উপর আরো কর ধার্য করুন: কাজী ফিরোজ রশিদ

তামাকজাত পণ্যের উপর আরো কর ধার্য করুন: কাজী ফিরোজ রশিদ
MostPlay

তামাকজাত পণ্যের উপর আরো বেশি কর ধার্য করার অনুরোধ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ। ২৮ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনের বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, আপনি যদি তামাকজাত পণ্য যেমন- সিগারেট ও গুলের উপর যদি আরো বেশি কর ধার্য করেন, তবে আরো সাড়ে ৩ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আয় হবে।’

কাজী ফিরোজ রশিদ, এমপি’র এই বক্তব্যকে স্বাগত জানিয়ে তাতে পূর্ণ সমর্থন জানিয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন। ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে বাজেটে তামাকজাত দ্রব্যের উপর উচ্চকর আরোপ করে মূল্য বৃদ্ধি করা উচিত। কেবল উচ্চ স্তরের সিগারেট নয়, বিড়ি, গুল, জর্দাসহ সকল স্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি করা উচিত।

বিশেষত এবারের বাজেটে উচ্চস্তরের সিগারেটের উপর যে পরিমাণ ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে সেটি আসলে খুবই অপ্রতুল। বরং এই ট্যাক্স বৃদ্ধি করে সব স্তরের সিগারেটেরই দাম বাড়ানো উচিত। অন্তত জনস্বাস্থ্যের দিক বিবেচনা করে হলেও সরকার এ ব্যাপারে কার্যকরী ভূমিকা রাখতে পারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password