দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ সাকিব

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ সাকিব

এই বছর থেকে আইসিসি প্রতি মাসে সেরা খেলোয়াড় নির্বাচন করা শুরু করেছে। গত মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হন মুশফিকুর রহিম। মুশফিকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই পুরষ্কার জিতলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জুলাই মাসের সেরা পুরুষ ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন সাকিব। জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে সাকিব ওয়ানডে সিরিজে ৯৬ রানের চমৎকার একটি ইনিংস খেলেছিলেন। আর মোট রান করেন ১৪৫ রান। সেই সিরিজে ৮ উইকেটও নিয়েছিলেন তিনি।

আর টি-টোয়েন্টি সিরিজে সাকিব নিয়েছিলেন ৩ উইকেট। একমাত্র টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে করেছেন ৩ রান; দ্বিতীয় ইনিংসে নামতে হয়নি। বল হাতে নিয়েছেন ৫ উইকেট। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার।

যেখানে ভোটিং একাডেমির ৯০ শতাংশ রায় নেওয়া হয়, ১০ শতাংশ সমর্থকদের ভোট গ্রহণ করা হয়। সমর্থকরা যে কেউই পারেন ভোট দিতে। ভোটিং একাডেমিতে রয়েছেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েষ্ট ইন্ডিজের হেডেন ওয়ালশকে পেছনে ফেলে সাকিব মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হন। মেয়েদের মাসসেরা ক্রিকেটার হন ওয়েস্ট ইন্ডিজের স্টাফানি টেইলর।

মন্তব্যসমূহ (০)


Lost Password