ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই : নাজমুল হোসেন নান্নু

ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই : নাজমুল হোসেন নান্নু

রাব্বি সরকার : নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল হোসেন নান্নু বলেছেন, আমি বিগত জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলাম।

দল আমাকে মনোনয়ন দেয়নি, তারপর আমি জননেত্রীর প্রতি শ্রদ্ধা রেখে ও বৃহত্তর আওয়ামী লীগের স্বার্থে আমি মনোনয়ন প্রত্যাহার করেছিলাম। তারপর আমি দলে নৌকার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করেছিলাম। সেদিন আমাকে নেতৃবৃন্দরা কথা দিয়েছিলেন তুমি নৌকার পক্ষে কাজ করলে পরবর্তীতে তোমার জন্য আমরা সুবিচার করবো। তাই আমি জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী।

বুধবার (০১ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা জানেন আমি একজন আওয়ামী পরিবারের সন্তান। আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিউর রহমান। আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের আমরণ সভাপতি। এবং আমার পিতা ছিলেন মুজিব বাহিনীর অন্যতম সদস্য। দেশ স্বাধীনের পূর্বে আমার বাবা গণভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

পূণরায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ঘোষিত রিলিফ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আরো বলেন, মন থেকে যারা রাজনীতি করে। তারা জনসেবা করতে চায়। আমার চেয়ারম্যান হওয়ার উদ্দেশ্য একটাই, আমার ব্যক্তিগত কোন স্বার্থ নাই। আমরা যার আদর্শে রাজনীতি করি সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বলেছিলেন, ‘আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি দেশের মানুষের অধিকার চাই।’ তাই আমিও চেয়ারম্যান হয়ে আপামুর জনগনের পাশে থাকতে চাই।

নাজমুল হোসেন নান্নু বলেন, করোনা মহামারীতে আমি নিজ অর্থায়নে মানুষের পাশে দারিয়েছিলাম। করোনা প্রতিরোধে জনগনকে সচেতনতামূলক নির্দেশনা দিয়েছিলাম। আমি ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ।

মন্তব্যসমূহ (০)


Lost Password