ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করলো হিজবুল্লাহ। গোষ্ঠিটির দাবি, তিবেরিয়াস শহরের নিমরা সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছুঁড়েছে কাতুসা রকেট। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধা মুস্তাফা আল আত্তার হত্যার প্রতিবাদে এই হামলা তাদের।
ইসরায়েলের পশ্চিমে টাইবেরিয়াস শহরের নিমরা সামরিক ঘাঁটিতে কয়েক ডজন কাতিউশা রকেট দিয়ে বোমা হামলা দাবি জানিয়েছে ইরান সমর্থিত লেবাননভিত্তিক সসস্ত্র সংগঠন হিজবুল্লাহ। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ‘লেবাননের বালবেকে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলার জবাবে নিমরা সামরিক ঘাটিতে হামলা করা হয়েছে। ওই হামলায় হিজবুল্লাহর যোদ্ধা মেথাম মুস্তফা আল-আত্তার নিহত হয়েছিল। ইসরায়েলের দাবি, “মুস্তফা হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা বিভাগের একজন সিনিয়র কর্তা ছিলেন।“
এদিকে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের বরাতে আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের লোয়ার গ্যালিলির দিকে লেবাননের সর্বশেষ হামলায় কমপক্ষে একজন ইসরায়েলি নাগরিক রকেটের আঘাতে গুরুতর আহত হয়েছেন।
সংস্থাটি জানায়, ২৮ বছর বয়সী আহত ওই ব্যক্তিকে টাইবেরিয়াসের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, আহত ব্যাক্তিটি টাইবেরিয়াস থেকে প্রায় ৯ কিমি দূরে কেফার জেইতিমের একটি খোলা জায়গায় হিজবুল্লাহর রকেট হামলার শিকার হয়েছিল।
ইসরায়েলি সেনাবাহিনী আগে জানিয়েছিল যে, লেবানন থেকে কয়েক ডজন রকেট উৎক্ষেপণের পর টাইবেরিয়ার আশেপাশে বেশ কয়েকটি জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। হিজবুল্লাহর হামলায় লেবানন সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২১ মাইল) দূরে অবস্থিত এসডি ইলান পর্যন্ত সাইরেন বাজছিল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন