টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশেরও সম্ভাবনা দেখছেন হার্শেল গিবস

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশেরও সম্ভাবনা দেখছেন হার্শেল গিবস

টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা বেশ ভাল যাচ্ছে বাংলাদেশ দলের৷ জিম্বাবুয়ে তাদের মাটিতে এবং শক্তিশালী অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে বিশাল ব্যাবধানে উড়িয়ে দিয়েছে টাইগাররা। সামনেই টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। টাইগারদের সাম্প্রতিক ফর্ম আশা জাগাচ্ছে ক্রিকট প্রেমিদের মনে।

শুধু বাংলাদেশের সাপোর্টারদের নয় টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্ভাবনা দেখছেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান হার্শেল গিবসও৷ বাংলাদেশের সম্ভাবনা দেখলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে গিবসের তিন ফেবারিট ভারত, ইংল্যান্ড ও পাকিস্তান৷ ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে গিবস বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতকে ফেভারিট মনে করি আমি। ক্রিকেটের এই ফর্মেটে আসলে আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারবেন না। শ্রীলঙ্কা যেকোনো কিছু করে ফেলতে পারে। আবার বাংলাদেশেরও সম্ভবনা আছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেট বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন গিবস। তিনি বলেন, ‘পাকিস্তান কখন কি করে বলার উপায় নেই। ইংল্যান্ড ও ভারত শক্তিশালী দল। উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। যদি উইকেটে বল টার্ন করে, আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা তেমন ভয়ানক হতে পারবে।’

মুলত জস বাটলার, বিরাট কোহলি ও বাবর আযমের জন্যই এই তিন দলকে এগিয়ে রাখছেন তিনি। উল্লেখ্য আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মুল পর্ব।

মন্তব্যসমূহ (০)


Lost Password