স্মার্ট ফোনে বিনামুল্যে ইন্টারনেট সেবা দেবে গুগল

স্মার্ট ফোনে বিনামুল্যে ইন্টারনেট সেবা দেবে গুগল

শেষমেষ গুগল স্মার্টফোনে বিনামূল্যে ইন্টারনেট সার্ভিস দেওয়ার কথা জানাল। এইটা গুগলের নয়া পরিকল্পনা।  দি ইনফর্মেশন নামক এক সংস্থার পক্ষ থেকে এই কথা জানানো হয়।

গুগলের তরফে উন্নতশীল দেশ ও অনুন্নত দেশগুলিতে সকলের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ গুগলের গুগলের নতুন এই সার্ভিসের নাম দেওয়া হয়েছে ‘জিরো রেটি’। তথ্য নিয়ে জানা যায়, গুগলের এই সার্ভিস দেওয়ার জন্য সেই অঞ্চলের মোবাইল ইন্টারনেট সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলির সঙ্গে চুক্তি বন্ধ হবে গুগল।

তবে কোন দেশগুলিতে এই সুবিধা দেওয়া হবে তা অবশ্য এখন পর্যন্ত পরিষ্কার করে বিখ্যাত এই প্রযুক্তি প্রতিষ্ঠান। তবে এই সার্ভিস আনলে তা মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় হবে আশা করা হচ্ছে। যার স্পিড ও ফ্রি-কুয়েন্সি সার্ভিস অনেক ভাল হবে বলে দাবি করছে গুগল

মন্তব্যসমূহ (০)


Lost Password