হারিয়ে যাওয়া প্রেম খুঁজে না পেলেও, খুঁজে পাবেন হারিয়ে যাওয়া ফোনের তথ্য। ফোন গেলে ফোনতো কিনে নিবেন। কিন্তু তথ্য হারালে সাইবার ক্রাইম বা সাইবার বুলিং এর শিকার হয় থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবেনা। ফোনের সাথে আপনাকে হারাতে হবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা। তবে এবার আপনাকে কিছুটা স্বস্তি দিতে গুগল আনছে অ্যান্টি থেফট আর রিমোট লক নামের নতুন ফিচার। যেখানে চুরি হলে অটোমেটিক লক হয়ে যাবে আপনার স্মার্ট ফোন।
চুরি হওয়া ফোনের তথ্যের নিরাপত্তা দিতে গুগল আনছে অ্যান্টি থেফট আর রিমোট লক নামের নতুন ফিচার। যেখানে চুরি হলে অটোমেটিক লক হয়ে যাবে স্মার্টফোন। হারিয়ে গেলে দ্রুত লোকেশন ট্র্যাক করা যাবে। ফোন থেকে দূরে থাকলেও সমস্ত পিন আর পাসওয়ার্ড রিমুভ করা যাবে।
চুরি হলে অটোমেটিক লক হয়ে যাবে স্মার্টফোন। হারিয়ে গেলে দ্রুত তার লোকেশন ট্র্যাক করতে পারবেন। নতুন অ্যান্টি-থেফট এবং রিমোট লক ফিচার আনছে গুগল। অ্যান্ড্রয়েড 10 বা তার বেশি সমস্ত ফোনে কাজ করবে এই ফিচার। প্রথমে ব্রাজিলে চালু হবে, তারপর ভারত-সহ অন্যান্য দেশে এই ফিচার রোল আউট করবে গুগল।
- ফোন চুরি হলে এআই-এর মাধ্যমে অটোমেটিক লক হয়ে যাবে
- দ্রুত ট্র্যাক করা যাবে ফোনের লোকেশন
- ফোন থেকে দূরে থাকলেও সমস্ত পিন ও পাসওয়ার্ড মুছে দিতে পারবেন
স্মার্টফোনে থাকে অসংখ্য ব্যক্তিগত তথ্য। আর তা যদি চোরের হাতে যায় তাহলেই বিপত্তি। ফোন চুরি আটকাতে নানা মুনির নানা মত থাকলেও, খুব একটা সুরাহা পাননি স্মার্টফোন ব্যবহারকারীরা। এবার আসরে নামল গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতিয়ার করে অ্যান্টি-থেফট ফিচার আনছে সার্চ ইঞ্জিন। বিশ্বের মধ্যে সর্বপ্রথম ব্রাজিলে এই সুবিধাটি চালু করতে চলেছে কোম্পানি।
ভারত-সহ অন্যান্য দেশের ব্যবহারকারীদের ফোনে শীঘ্রই তা রোল আউট হবে। কিছুদিন আগে অনুষ্ঠিত হয় গুগলের I/O বা ইনপুট/আউটপুট 2024। সেখানে অ্যান্ড্রয়েড সম্পর্কিত নানা ফিচার্স ঘোষণা করে গুগল। তার মধ্যে একটি অ্যান্টি-থেফট ফিচার। এটি অ্যান্ড্রয়েড 10 বা তার বেশি সমস্ত ফোনে পাওয়া যাবে। অর্থাৎ আপনার ফোন কয়েক বছর পুরনো হলেও ফিচারটি পাবেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন