পোশাক না কিনে সে টাকায় অভাবী-অনাহারি মানুষের ঘরে ত্রাণ দিন

পোশাক না কিনে সে টাকায় অভাবী-অনাহারি মানুষের ঘরে ত্রাণ দিন
এবার ঈদে পোশাক না কিনে সে টাকায় অভাবী-অনাহারি মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিতে সামর্থ্যবান ও বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই আন্দোলন-নিসচার এই চেয়ারম্যান বলেন, প্রতিবছর ঈদুল ফিতরে যাকাত দেওয়া হয়। কিন্তু এবারের পরিস্থিতি পুরো ভিন্ন। করোনাভাইরাসের প্রভাবে প্রচুর মানুষ বেকার। তাদের হাতে কাজ নেই। ঘরে নেই খাবার। এ ধরনের অভাবী ও অনাহারি মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়াটাই এখন মানবিক দায়িত্ব বলে মনে করেন চিত্রজগতের অন্যতম এই তারকা। বিডিটাইপের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নিরাপদ সড়ক চাই আন্দোলন-নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি অর্থবানদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, ঈদে হাজার হাজার টাকার কেনাকাটা না করে সেই টাকার সমপরিমাণে ত্রাণ সহায়-সম্বলহীন মানুষকে দিন। ধর্মেও আছে, দান-খয়রাত করলে ৭০ গুণের বেশি সুফল আখেরাতে মিলবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘদিন সোচ্চার ভূমিকা পালন করে আসা এই অভিনেতা আরও বলেন, গরিব ও শ্রমজীবী মানুষ এখন খেতে পারছে না। এসব মানুষের ঘরে খাদ্যদ্রব্য পৌঁছানো দরকার। মানুষকে অর্থনৈতিকভাবে ও খাদ্যসহায়তা দিয়ে পাশে দাঁড়ানোই এখন আমাদের জাতীয় দায়িত্ব। এই মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ালে করোনার দুর্যোগ চলে যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password