নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
MostPlay

সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল এস এম সফিউদ্দীন আহমেদ। সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সেনাপ্রধান হিসেবে তাকে জেনারেল র‍্যাঙ্কিং ব্যাচ পড়ানো হয়েছে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে। তাকে ব্যাচ পরান নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান।

এ সময় নবনিযুক্ত সেনাপ্রধান কে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত ১০ জুন নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান। জেনারেল এস এম সফিউদ্দীন আহমেদ সদ্যবিদায়ী প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এর স্থলাভিষিক্ত হলেন। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়াটার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন জেনারেল সফিউদ্দীন আহমেদ।

তিনি সকালে দায়িত্ব গ্রহণের পর সেনা সদরে এসে প্রেস ব্রিফিংয়ে বলেন, জনগণ ও সেনাবাহিনীর মধ্যে দূরত্ব কমিয়ে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে পরিচালনা করতে সবার সহযোগিতা চাইলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্লাসিক্যাল রোল গুলো আছে আমরা সচরাচর যে দায়িত্ব পালন করে থাকি সেই দায়িত্ব গুলো আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি। বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ সেনাবাহিনী তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে যা করণীয় তাই যেন আমার নেতৃত্বে করতে পারে সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password