গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি করোনা আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর (৭৯) চিকিৎসায় দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে অনলাইন মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।মঙ্গলবার (৯ জুন) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিটাইপকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনা ও গুরুতর নিউমোনিয়াজনিত সংক্রমণের ফলে ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই টিমে দেশ-বিদেশের চিকিৎসক রয়েছেন। তার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল। অক্সিজেন গ্রহণের মাত্রায় আর অবনতি হয়নি।
তিনি আগের চেয়ে কিছুটা ভালো বোধ করছেন। নিজেই খাবার খেতে পারছেন। জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের তৈরি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র্যাপিড ডট ব্লট কিটের পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই ফলাফল আসে।
জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও ছেলেও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন