ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি

ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি
MostPlay

বিদেশি অতিথিদের আগমন উপলক্ষে আনন্দ মিছিলের প্রস্তুতির সময়ে সাউন্ড সিস্টেম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছাত্রলীগ নেতা একে অপরকে দোষারোপ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাউন্ড সিস্টেমে আধিপত্যকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা গান বাজাতে থাকলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা গান থামাতে বলে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ গান থামাতে বললেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ গান না থামানোর কারণে তাদের মাঝে তর্ক বাধে। তর্কের এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনায় উভয়পক্ষের একাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে তারা জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, যারা সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছে। যাদের বিরুদ্ধে যেন সংগঠন ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন, তারা কোনো কথা না বলে, কোনো আলোচনা না করে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের ওপর আক্রমণ করেনি।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ বলেন, সাউন্ড বক্সে গান বাজছিল ছিল। আমি তাদের গান থামতে বলেছি স্লোগান দিব বলে। গান থামাতে কয়েকজনকে পাঠালে তারা তাদের ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়। পরে আমি গেলে আমাকেও আক্রমণ করে। এ ঘটনায় আমি নিজেও আহত হয়েছি।

এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ফোন দিলে তারা ফোন রিসিভ করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, ছাত্রলীগের নীতি আদর্শ বহির্ভূত কাজ করেছে তারা। তাই তাদের কঠোর শাস্তির আওতায় আনা হোক।

মন্তব্যসমূহ (০)


Lost Password