নাটোরের বাগাতিপাড়ায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন

নাটোরের বাগাতিপাড়ায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন

নাটোরের বাগাতিপাড়ায় বাবাকে কুপিয়ে হত্যা মামলায় ছেলে সেন্টু সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

আদালতের পিপি সিরাজুল ইসলাম বলেন, কৃষক গোলজার সরদারের সঙ্গে ছেলে সেন্টু সরকারের পারিবারিক বিষয়ে দ্বন্দ্ব ছিল। সেন্টু তার প্রথম স্ত্রীর সন্তান। ২০১৫ সালের ৯ জানুয়ারি পারিবারিক কলহের একপর্যায়ে বাবাকে কুপিয়ে জখম করেন সেন্টু। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনার পরদিন ছেলে সেন্টুর বিরুদ্ধে হত্যা মামলা করেন গোলজার সরকারের দ্বিতীয় স্ত্রী নূর নাহার। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে এ রায় দেয় আদালত।

মন্তব্যসমূহ (০)


Lost Password