টেস্ট নিয়ে দোটানায় থাকলেও ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ নিয়ে আশাবাদী পেসার রুবেল হোসেন

টেস্ট নিয়ে দোটানায় থাকলেও ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ নিয়ে আশাবাদী পেসার রুবেল হোসেন

তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন জিম্বাবুয়েতে অবস্থান করছে। সেখানে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দল সর্বশেষ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল ৮ বছর আগে ২০১৩ সালে। ২০১৩ সালে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের অভিজ্ঞতা কিন্তু ভালো ছিল না টাইগারদের। টি-টোয়েন্টি সিরিজ ১-১ এ ড্রয়ের আগে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল। টেস্ট সিরিজও ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার সুযোগ না পেলেও রুবেল হোসেন হারারেতে হেরে যাওয়া টেস্টে খেলেছিলেন। ফলে খুব কাছ থেকে দলের ব্যর্থতা দেখেছেন।

এবার টেস্ট দলে নেই তিনি। টি-টোয়েন্টি স্কোয়াডেও তাকে রাখা হয়নি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ জনের ওয়ানডে দলে ঠিকই আছেন রুবেল হোসেন। ১১ জুলাই টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর শুরু হবে ওয়ানডে সিরিজের প্রস্তুতি। তবে আজ থেকেই দেশের মাটিতে অনুশীলন শুরু করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে থাকা সদস্যরা। পেসার রুবেল হোসেনও ছিলেন অনুশীলনে। এ অভিজ্ঞ পেসার মুখিয়ে আছেন মাঠে নেমে নিজেকে মেলে ধরতে। সোমবারের অনুশীলন শেষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় রুবেল বলেন, ‘শেষবার যখন গিয়েছিলাম তখন আমরা সিরিজ জিততে পারিনি। এবারের দলটা অনেক ব্যালান্সড। সেরা ক্রিকেট খেলতে পারলে এবারে ট্রফি আমাদের হবে’।

সর্বশেষ জিম্বাবুয়ে সফরে নিজদের ব্যার্থতা খুব কাছ থেকে দেখা রুবেল এবারও টেস্ট সিরিজ নিয়ে আশার কথা শোনাতে পারেননি। টেস্ট সিরিজ নিয়ে দোটানায় থাকলেও ওয়ানডে সিরিজ নিয়ে বেশ আসাবাদী এই অভিজ্ঞ পেসার। টি-টোয়েন্টিতেও ভালো করার আশা তার। রুবেল হোসেন বলেন, ‘গত কয়েকবছর ধরে আমরা ওয়ানডেতে ভালো খেলছি। টি-টোয়েন্টিতেও তাই। আমাদের যে টি-টোয়েন্টি ও ওয়ানডে দল আছে, তাতে আমার মনে হয় সম্ভাবনা বেশি। আর টেস্টে যেহেতু ওদের হোম কন্ডিশনে খেলা তাই অনেক ভালো খেলতে হবে। সেরাটা খেললে টেস্টেও পজিটিভ ফল আশা করতে পারি’।

টি-টোয়েন্টি দলে টাইগার স্কোয়াডে নতুন সংযোজন শামীম পাটোয়ারিকে নিয়েও কথা বলেছেন রুবেল। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ঝড় তুলে জাতীয় দলে ডাক পাওয়া শামীম জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও ভাল করবেন বলে মনে করেন তিনি। রুবেল হোসেন বলেন,‘শামীম প্রতিভাবান ক্রিকেটার। বড় ছক্কা হাঁকাতে পারে। ওর সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। আশা করছি অনেক ভালো খেলবে। সিনিয়র হিসেবে আমি অবশ্যই নিজের অভিজ্ঞতা তার সঙ্গে শেয়ার করব’।

আগামী ৭ জুলাই একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৬ জুলাই এবং দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ জুলাই। সবগুলো ম্যাচ হবে জিম্বাবুয়ের হারারেতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password