ত্বক ফর্সাকারী নকল প্রসাধনী কারখানা সিলগালা

ত্বক ফর্সাকারী নকল প্রসাধনী কারখানা সিলগালা

রাজধানীর পুরান ঢাকার রহমতগঞ্জে মানহীন কেমিক্যাল দিয়ে প্রসাধনী তৈরির অভিযোগে ‘নিধি কসমেটিকস’ নামে এক প্রতিষ্ঠানকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চালিয়ে আনুমানিক ৩০ লাখ টাকার নকল রঙ ফর্সাকারী প্রসাধনী জব্দ করা হয়েছে। এ সময় নকল প্রসাধনী তৈরির দায়ে দুইজনকে আটক করেছে র‍্যাব।

পাশাপাশি ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হবে বলে জানান র‍্যাব। সোমবার (২২ ফ্রেব্রুয়ারি) দুপুরে র‌্যাব ও বিএসটিআই যৌথ এ অভিযান চালায়।

বিএসটিআইয়ের কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, এইসব প্রসাধনী তৈরি করছে যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে সাময়িকভাবে রঙ ফর্সা হলেও পরবর্তীতে বিভিন্ন রকমের চর্মরোগ হতে পারে। এমনকি এইসব কেমিক্যালের কারণে ক্যান্সার পর্যন্ত হতে পারে।

পুরান ঢাকার রহমতগঞ্জে হাজী বাল্লু রোডের ‘নিধি কসমেটিকস’ নামে এই কারখানায় ফেয়ার অ্যান্ড লাভলির আদলে ‘নিধি অ্যান্ড লাভলি’, ‘তিব্বত’, ‘নোভা’সহ বিভিন্ন ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী নকল ক্রিম তৈরি হতো। সেখান থেকেই রাজধানীসহ সারাদেশে এইসব নকল প্রসাধনী সরবরাহ করতো এই প্রতিষ্ঠান।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। তবে আমরা এর মালিক মোহাম্মদ নাসিমকে আটক করতে পারিনি। খবর পেয়ে আগেই পালিয়ে গেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password