১ জুলাই থেকে অবৈধ ফোন বন্ধের পরীক্ষামূলক কাজ শুরু

১ জুলাই থেকে অবৈধ ফোন বন্ধের পরীক্ষামূলক কাজ শুরু

১ জুলাই বৃহসস্পতিবার থেকে পরিক্ষামূলক শুরু করবে অবৈধ মোবাইল সেট বন্ধের কাজ। জাতীয় এই ডাটাবেজে সংরক্ষিত থাকবে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র, সিম ও মোবাইলের IMEI নম্বর। বিটিআরসি বলছে, হ্যান্ডসেটটি বৈধ হলে গ্রাহককে কিছুই করতে হবে না। নিবন্ধিত হবে স্বয়ংক্রিয়ভাবেই। তবে হ্যান্ডসেটটি অবৈধ হলে নিবন্ধন করতে হবে তিন মাসের মধ্যে। নয়তো বন্ধ হয়ে যাবে সে সকল ফোন।

দেশে মোবাইলের সিম নিবন্ধন বাধ্যতামূলক হলেও ব্যতিক্রম ছিল হ্যান্ডসেটের ক্ষেত্রে। এতে করে অবৈধভাবে আমদানি হতো মোবাইল ফোন, রাজস্ব হারাত সরকার। সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতো আইএমইআই নম্বরবিহীন হ্যান্ডসেট। উদ্ধার করা যায় না চুরি কিংবা ছিনতাই হওয়া হ্যান্ডসেটও। এসব বন্ধে ১ জুলাই থেকে চালু হচ্ছে এনইআইআর কার্যক্রম।

এই কার্যক্রমের ফলে আগামী ০১ জুলাই থেকে বিক্রয় কেন্দ্র থেকে কেনার আগে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে হবে।

এক্ষেত্রে মোবাইল মেসেজ অপশনে গিয়ে KYD ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় জানানো হবে হ্যান্ডসেটটি বৈধ কিনা।

রবির হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স সাহেদ আলম বলেন, প্রথমে যাচাই করে নিতে হবে ন্যাশনাল রেজিস্ট্রার আছে কিনা। যদি না থাকে তাহলে ফোনসেটটা কেনা যাবে না। বর্তমানে গ্রাহকের হাতে থাকা হ্যান্ডসেট বৈধ কিনা তা যাচাইয়ে প্রথমে মোবাইল হ্যান্ডসেট হতে *১৬১৬১# নম্বরে ডায়াল করে হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানা যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password