দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড

দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড

সিরিজের প্রথম টি-টুয়েন্টির মতো এ ম্যাচেও রান বন্যা দেখলো দর্শক। তবে প্রথম ম্যাচের থেকে বেশি রান তারা দেখতে পায়নি। প্রথম ম্যাচে পাকিস্তান আগে ব্যাট করে রেকর্ড ২৩২ রান করে ৩১ রানে ম্যাচ জিতেছিল। রবিবার (১৮ জুলাই) হেডিংলিতে আগে ব্যাট করে ইংল্যান্ড করেছে ২০০ রান। জবাবে পাকিস্তান ১৫৫ রানে অলআউট হয়ে গেছে। ৪৫ রানের বিরাট জয় নিয়ে সিরিজ সমতা ফিরিয়েছে স্বাগতিকরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। আগে ব্যাট করে পাকিস্তানের বিপক্ষে এটাই তাদের সর্বোচ্চ রানের স্কোর। ইংল্যান্ডের বড় সংগ্রহ গড়ায় সবচেয়ে বড় অবদান জস বাটলারের। তিন ভূমিকাতেই সমান কার্যকর ছিলেন তিনি। ওয়েন মর্গ্যানের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া এই কিপার-ব্যাটসম্যান ওপেনিংয়ে খেলেন ৫৯ রানের বিস্ফোরক ইনিংস। মাঝে তাণ্ডব চালান মঈন ও লিয়াম লিভিংস্টোন। ১৬ বলে এক ছক্কা ও ছয় চারে ৩৬ রান করেন অলরাউন্ডার মঈন আলী। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিভিংস্টোন তিন ছক্কা ও দুই চারে ২৩ বলে করেন ৩৮ রান। পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নিয়ে সেরা বোলার মোহাম্মদ হাসনাইন।দুটি করে পান ইমাদ ওয়াসিম ও হারিস রউফ।

২০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অধিনায়ক বাবর আযম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে চড়ে দারুণ শুরু পায় পাকিস্তান। ব্যাক্তিগত ২২ রান করে বাবর আযম সাকিব মাহিমুদের বলে আউট হয়ে গেলে ভাঙে ৫০ রানের ওপেনিং জুটি। এরপর আর তেমন কোনো জুটি পায়নি পাকিস্তান। ব্যাটিংয়ে ঝড় তোলার পর বল হাতেও মঈন ৩ ওভারে ৩২ রান দিয়ে নিলেন ২ উইকেট। ১৩তম ওভারে মোহাম্মদ হাফিজ (১০) ও ফখর জামানকে (৮) মাঠছাড়া করেন তিনি। তাতেই ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনের মেরুদণ্ড। লেগ স্পিনার পার্কিনসনকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় স্টাম্পড হন আজম খান (১)।

১৪ ওভারে ১০৫ রানে ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে এরকম ছিটকে যায় পাকিস্তান। শেষদিকে শাদাব খানের দৃঢ়তায় দেড়শ রান ছাড়ায় পাকিস্তান। নির্ধারীত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ১৫৫ রান করতে সমর্থ হয়। শাদাব খান ৩৬ রানে অপরাজিত থাকে। ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া আদীল রশিদ ও মঈন আলী ২টি করে উইকেট লাভ করেন। আগামী মঙ্গলবার ২০ জুলাই সিরিজ নির্ধারনী তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও পাকিস্তান।

মন্তব্যসমূহ (০)


Lost Password