দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কাকে সহজেই হারাল ইংল্যান্ড

দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কাকে সহজেই হারাল ইংল্যান্ড

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাতে কার্ডিফে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। গারদ্দিন প্রথম টি-টুয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যাবধানে হেরে বেশ চাপেই ছিল সফরকারী শ্রীলঙ্কা। সেই চাপের মধ্যে থেকে কাল দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচেও বেরিয়ে আসতে পারলো না। কার্ডিফে কার্ডিফে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। যার ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করে ফেললো স্বাগতক ইংল্যান্ড।

প্রথম টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কা করেছিল ১২৯ রান, দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে সেই রানটাও করতে পারনি তারা। ২০ ওভার শেষে বোর্ডে জমা করে ৭ উইকেটে ১১১ রান। প্রথম ম্যাচে তিনজন দুই অঙ্কের ঘর পেরুতে পেরেছেন। এই ম্যাচেও তাই, তিনজনের বেশি দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেনি। তবে গত এ ম্যাচে শ্রীলঙ্কার দানুশ শানাকা দলের হয়ে অর্ধশতক করলেও এই ম্যাচে সেই মাইলফলক কেউ স্পর্শ করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার হয়ে সর্ব্বোচ্চ ৩৯ রান করেন কুশাল মেন্ডিস। এছাড়া অধিনায়ক পেরেরা ২১ ও হাসারাঙ্গা ১৯ রান করেন। বল হাতে ইংল্যান্ডের মার্ক উড ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে শুরুটা একদম ভাল হয়নি স্বাগতকদের। ৮ রানেই ২টি এবং ৩৬ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। শ্রীলঙ্কার বোলাররা যখন ইংল্যান্ডের ব্যাটসম্যানদের তখন শুরু হয় বৃষ্টি। তখন ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৬৪ রান। এরপর বৃষ্টি শেষে খেলা শুরু হলে বৃষ্টি আইনে ইংল্যান্ডের নতুন লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৮ ওভারে ১০৮ রান। বৃষ্টির পরে লিভিংস্টনের সঙ্গে পঞ্চম উইকেটে স্যাম বিলিংস ৫৪ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে আসেন। ২৯ বলে ২ চারে ২৪ রান করে স্যাম বিলিংস আউট হয়ে গেলেও ২৬ বলে ২৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন লিভিংস্টন। অপর প্রান্তে লিভিংস্টনের সাথে ৮ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন স্যাম কুরাণ। শ্রিলঙ্কার স্পিনার হাসারাঙ্গা ২০ রানে ২ উইকেট শিকার করেন। আগামী ২৬শে জুন তৃতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

মন্তব্যসমূহ (০)


Lost Password