ইংল্যান্ড ক্রিকেট দলে করোনার হানা

ইংল্যান্ড ক্রিকেট দলে করোনার হানা

একদিন পরেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে ইংল্যান্ড ক্রিকেট দল। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে বেশ স্বস্তিতেই ছিল ইংল্যান্ড দল। পাকিস্তানের বিপক্ষে স্কোয়াড পরিবর্তন না করে শ্রীলঙ্কার বিপক্ষে যে দল খেলেছিল সেই দল নিয়েই মাঠে নামার কথা ছিল তাদের। তবে সেই স্বস্তি আর টিকে রইলো না ইংল্যান্ড শিবিরে কারণ তাদের শিবিরে হানা দিয়েছে করোনাভাইরাস। পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ শুরুর আগে ব্রিস্টলে কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাত সদস্য। তাদের মধ্যে রয়েছেন তিন ক্রিকেটার ও চার স্টাফ।

স্বাগতিক শিবিরে করোনা হানা দেওয়ায় নতুন করে স্কোয়াড সাজাতে হচ্ছে। আজ বিকেলেই নতুন স্কোয়াড ঘোষণা করবে ইংল্যান্ড। দলে ফেরা বেন স্টোকস ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন তা নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (ইসিবি) ক্রিকেট বোর্ড। সাতজন কোভিড পজিটিভ হওয়ায় তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

ইংল্যান্ড ও পাকিস্তান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। ৮ জুলাই সিরিজের প্রথম ওয়ানডে হবে কার্ডিফে। পরের দুইটি ওয়ানডে হবে ১০ ও ১৩ জুলাই। তিনটি টি-টোয়েন্টি হবে ১৬, ১৮ ও ২০ জুলাই।

মন্তব্যসমূহ (০)


Lost Password