প্রথম টি-টুয়েন্টিতে স্বাগতিক ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা

প্রথম টি-টুয়েন্টিতে স্বাগতিক ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা

তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ১৩০ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের যে ব্যাটিং লাইপআপ তাতে টার্গেটটা ছোট হয়েছে মনে হতেই পারে। হয়েছেও তাই। ১৩০ রান তাড়া করতে কোন বেগ পেতে হয়নি ইংল্যান্ডকে। ওপেনিং জুটিতেই জেসন রয় এবং জস বাটলার মিলে ৯.১ ওভারেই বোর্ডে জমা করেছেন ৮০ রান। দলীয় ৮০ রানের মাথায় ব্যাক্তিগত ৩৬ রানে ফিরে গেলে ভাঙে ওপেনিং জুটি। জেসন রয় না পারলেও জস বাটলার ঠিকই নিজের অর্ধশতক পুরন করেছেন। শুধু অর্ধশতক নয় ৫৫ বলে ৬৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তার সাথে ১২ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন জনি বেয়াস্ট্রো। ১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের। মাঝখানে ডেভিড মালান ৭ রানে ফিরে গেছেন। শ্রীলঙ্কার পেসার চামিরা ও উদানা ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারী শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বোলারদের তোপে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা হাঁসফাঁস করতে থাকে। তবে তাদের মাঝে দানুশ শানাকা ছিলেন ব্যাতিক্রম। মুলত তার ৪৪ বলে ৫০ রানের ইনিংসের সুবাদে সম্মানজনক স্কোর পায় শ্রীলঙ্কা। এছাড়া গুনাথিলাকা ১৯ ও অধিনায়ক কুশাল পেরারা ৩০ রান করেন। এই তিনজন ছাড়া শ্রীলঙ্কার কোন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা পার করেতে পারেনি।ইংল্যান্ডের স্যাম কুরান ও আআদিল রশিদ ২টি করে উইকেট লাভ করেন। অপরাজিত ৬৮ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন জস বাটলার। আজ রাতেই দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুই দল।

মন্তব্যসমূহ (০)


Lost Password